পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

লালগোলা সীমান্ত থেকে 30 লাখ টাকার হেরোইন বাজেয়াপ্ত BSF-এর

হেরোইন ভরতি 4 টি প্যাকেট বাজেয়াপ্ত করেন BSF জওয়ানরা । উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় 30 লাখ টাকা ।

Drugs recovered from lalgola border
Drugs recovered from lalgola border

By

Published : Oct 16, 2020, 6:30 PM IST

লালগোলা, 16 অক্টোবর : লালগোলায় ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে 30 লাখ টাকার হেরোইন বাজেয়াপ্ত করল BSF । BSF-এর বহরমপুর সেক্টরের 35 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা ওই মাদক বাজেয়াপ্ত করেন । যদিও পলাতক মাদক পাচারকারী ।

BSF সূত্রে খবর, গতরাতে ওই এলাকায় এক ব্যক্তির গতিবিধি দেখে সন্দেহ হয় জওয়ানদের । তাকে ধাওয়া করে জেরা করতেই উদ্ধার হয় মাদক ভরতি 4টি প্যাকেট । যদিও ওই পাচারকারী নদীতে ঝাঁপ মেরে পালিয়ে যায় বলে দাবি BSF-এর ।

উদ্ধার হওয়া হালকা বাদামি রঙের ওই পাউডার মরফিন জাতীয় উন্নতমানের হেরোইন বলেই শনাক্ত করা হয়েছে । 4 টি প্যাকেটে মোট 400 গ্রাম হেরোইন ছিল । উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় 30 লাখ টাকা ।

ABOUT THE AUTHOR

...view details