পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে উদ্ধার ছয় লাখ টাকার গাঁজা - BSF

জলঙ্গি BOP কাঁটাতার লাগোয়া এলাকায় পাচারকারীদের গতিবিধি নজরে আসে 141 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের। সঙ্গে সঙ্গে ধাওয়া করলে পাচারকারীরা গাঁজার প্যাকেটগুলি ফেলে রেখে পাট খেতে লুকিয়ে পড়ে। BSF-র জওয়ানরা 55 কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে।

Murshidabad
Murshidabad

By

Published : Jul 14, 2020, 8:53 PM IST

জলঙ্গি,14 জুলাই : পাচারের আগে ভারত বাংলাদেশ আর্ন্তজাতিক সীমান্তের কাঁটাতার এলাকা থেকে প্রায় ছয় লাখ টাকার গাঁজা উদ্ধার করল BSF-র 141 নম্বর ব্যাটেলিয়ন। বহরমপুর সেক্টরের এই ব্যাটেলিয়ন সোমবার রাতে পাচারকারীদের ধাওয়া করে গাঁজার প্যাকেটগুলি উদ্ধার করে। উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ 55 কেজি। সীমান্ত এলাকায় এটি BSF-র বড়সড় সাফল্য বলেই দাবি করা হচ্ছে।


বর্ষাকাল তাই নদী ভরাট, সঙ্গে লম্বা পাটখেতকে কাজে লাগিয়ে জলঙ্গি এলাকায় চলে পাচারকাজ। এই পাচারকারীদের দৌরাত্ম্যে নাজেহাল সীমান্তরক্ষী বাহিনী। বাড়ানো হয়েছে নজরদারিও।

BSF-র দাবি, পাটখেত আর বর্ষার সুযোগে পাচারকারীরা অতি সক্রিয় হয়ে উঠেছে। সোমবার রাতে জলঙ্গি BOP কাঁটাতার লাগোয়া এলাকায় পাচারকারীদের গতিবিধি নজরে আসে 141 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের। সঙ্গে সঙ্গে ধাওয়া করলে পাচারকারীরা গাঁজার প্যাকেটগুলি ফেলে রেখে পাট খেতে লুকিয়ে পড়ে। BSF-র জওয়ানরা 55 কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে। যার বাজারমূল্য প্রায় ছয় লাখ টাকা। তবে ঘটনায় পাচারকারীদের ধরতে পারেনি BSF। বাজেয়াপ্ত গাঁজা জলঙ্গি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details