পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Apr 18, 2019, 1:39 PM IST

Updated : Apr 18, 2019, 4:43 PM IST

ETV Bharat / briefs

চোপড়ায় বুথের বাইরে বোমাবাজি, ভাঙচুর EVM ; অভিযুক্ত তৃণমূল

চোপড়ায় ভাঙচুর করা হল EVM-এ

EVM

চোপড়া, 18 এপ্রিল : চোপড়ায় বুথের বাইরে বোমাবাজি করা হল। তার জেরে এখনও ভোটগ্রহণ বন্ধ রয়েছে। প্রিজ়াইডিং অফিসারের অভিযোগ, এই ঘটনায় একদল সাধারণ মানুষের হাত ছিল। অপরদিকে, স্থানীয়রা তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। EVM মেশিনে ভাঙচুর করা হয়। ঘটনাস্থানে বিশাল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

নির্ধারিত সময়ে আজ দার্জিলিং লোকসভা কেন্দ্রের চোপড়ায় ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের কোটাগছ গ্রামে 112 নম্বর বুথে ভোটগ্রহণ শুরু হয়। সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল না। রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী দায়িত্ব সামলাচ্ছিল। অভিযোগ, সাড়ে আটটা নাগাদ একদল দুষ্কৃতী বুথের বাইরে বোমাবাজি শুরু করে। বুথের মধ্যে EVM সহ বিভিন্ন ভোটযন্ত্রে ভাঙচুর চালানো হয়। সেগুলি বাইরেও নিয়ে আসা হয়। তখন থেকে ভোটগ্রহণ বন্ধ ছিল।

ঘটনাস্থানের ছবি

প্রিজ়াইডিং অফিসার বলেন, "আমরা একটুর জন্য প্রাণে বেঁচে গেছি। নিরাপত্তার অভাব বোধ করছি। তাই ভোটগ্রহণ বন্ধ রয়েছে। 63টি ভোট পড়েছিল।" অপরদিকে, স্থানীয় এক ব্যক্তি বলেন, "তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি করেছে। কিন্তু, পুলিশ নিষ্ক্রিয় ছিল।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য
Last Updated : Apr 18, 2019, 4:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details