পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে মাঠের মধ্যেই প্রতিবাদ

বর্ণবৈষম্যের বিরুদ্ধে অভিনব প্রতিবাদে সামিল হলেন বরুসিয়া ডর্টমুন্ড ও হেরাথ বার্লিনের ফুটবলাররা। মাঠের মধ্যে হাঁটু গেড়ে বসে জর্জ ফ্লয়েডকে শ্রদ্ধা জানালেন তাঁরা ।

Image
Borussia Dortmund

By

Published : Jun 7, 2020, 6:51 PM IST

বর্ণবৈষম্যেরবিরুদ্ধে লড়াইয়ে মাঠের মধ্যেই প্রতিবাদ

ডর্টমুন্ড(জার্মানি), 7জুন: জর্জ ফ্লয়েডের মৃত্যু ওবর্ণবিদ্বেষের বিরুদ্ধে অভিনব কায়দায় প্রতিবাদ জানালেন বুরুশিয়া ডর্টমুন্ড ওহেরাথ বার্লিনের ফুটবলার ও কোচিং স্টাফরা । সিগন্যাল ইদুনা পার্কে জার্মানবুন্দেশলিগার ম্যাচ শুরু হবার আগে হাঁটু গেড়ে বসে প্রতিবাদ জানালেন তাঁরা। গতমাসেই মার্কিন পুলিশের হেপাজতে মৃত্যু হয় কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের।

গুরুত্বপূর্ণভাবে বায়ার্ন মিউনিখের ফুটবলারদের দেখা যায় "Black Lives Matter"ব্যাচ পরে মাঠে এভাবে বর্ণবৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদে শামিল হনতাঁরা । বুন্দেশ লিগার ম্যাচে বে এরিনাতে লিভারকুসেনের মুখোমুখি হয়েছিল মিউনিখ ।এমনকি ম্যাচের আগে ওয়ার্ম আপের সময় তাদের টি-শার্টে“Black Lives Matter”“Reds Against Racism”লেখা থাকে ।

এদিনের ম্যাচে হেরাথ বার্লিন1-0গোলে হারায় বুরুশিয়াডর্টমুন্ড।ম্যাচে জয় পেল এক নম্বর স্থানে থাকা বায়ার্ন মিউনিখের থেকে7পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রইলবুরুশিয়া ডর্টমুন্ড। বুরুশিয়ার হয়ে জয়সূচক গোলটি করেন এমরে ক্যান। অন্যদিকেবেয়ার লেভারকুসেন কে4-2গোলে হারায় বায়ার্ন মিউনিখ।

ABOUT THE AUTHOR

...view details