ইটাহার, ২৩ এপ্রিল : BJP কর্মীদের উপর বোমা ছোড়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । উত্তর দিনাজপুরের ইটাহার থানার চাকলাঘাট এলাকার ঘটনা । জখম তিন BJP কর্মীর নাম লালন চৌধুরি, লাল্টু চৌধুরি ও সমর চৌধুরি। গুরুতর জখম অবস্থান তাঁরা রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ।
ভোটের আগে উত্তপ্ত ইটাহার, BJP কর্মীদের উপর বোমা - raiganj
আজ বালুরঘাট লোকসভা কেন্দ্রে ভোট । উত্তর দিনাজপুরের ইটাহার এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত । ভোটের আগের দিন রাতে সেখানে BJP কর্মীর উপর হামলা হয় । অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে ।
আজ বালুরঘাট লোকসভা কেন্দ্রে ভোট । দক্ষিণ দিনাজপুরের এই কেন্দ্রে রয়েছে উত্তর দিনাজপুরের ইটাহার ব্লক। ভোটের আগের দিন রাতে সেখানে BJP কর্মীদের উপর হামলা হয় । অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে । জখম BJP কর্মীদের প্রথমে ইটাহার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । পরে অবস্থার অবনতি হলে তাঁদের রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় । ঘটনাস্থানে মোতায়নে রয়েছে পুলিশ।
ইটাহার থানার কাপাসিয়া গ্রাম পঞ্চায়েতের চালকাঘাট এলাকায় সমর চৌধুরি নামে আরও এক BJP কর্মীর উপর বোমা ছোড়া হয় । তাঁর বা হাতে গুরুতর চোট লেগেছে ।