পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

কাঁচরাপাড়ায় গাড়ি থেকে উদ্ধার বোমা - বোমা উদ্ধার

কল্যাণী হাইওয়ে দিয়ে যাওয়ার সময় কাঁচরাপাড়া মোড়ে প্রাইভেট গাড়িটিকে আটকায় সেনা আধিকারিকরা । তল্লাশি চালিয়ে গাড়ি থেকে 12টি তাজা বোমা উদ্ধার হয়েছে ।

Bomb recovered from private car on kalyani highway
প্রাইভেট গাড়ি থেকে উদ্ধার তাজা বোমা

By

Published : Jun 20, 2020, 10:16 PM IST

কাঁচরাপাড়া, 20 জুন : প্রাইভেট গাড়ি থেকে বোমা উদ্ধার করল পুলিশ । আজ বীজপুর থানার কাঁচরাপাড়া মোড়ে একটি প্রাইভেট গাড়ি থেকে বোমা উদ্ধার করে পুলিশ । গাড়ির চালকসহ তিন জনকে আটক করা হয়েছে ।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ বিকেল তিনটে নাগাদ একটি সাদা রঙের প্রাইভেট গাড়ি কল্যাণী হাইওয়ে ধরে যাচ্ছিল । কাঁচরাপাড়া মোড় পার হওয়ার সময় পুলিশ গাড়িটি আটকান সেনা আধিকারিকরা । চালক ও আরোহীদের জিজ্ঞাসাবাদ করতে তাঁরা অসংলগ্ন উত্তর দেয় । খবর দেওয়া হয় বীজপুর থানায় । গাড়িতে তল্লাশির সময় ব্যাগ ভরতি তাজা বোমা উদ্ধার হয় । পুলিশ গাড়ির চালক-সহ তিন জনকে আটক করেছে । গাড়ির ভিতর থেকে মোট 12টি বোমা উদ্ধার হয়েছে । কী উদ্দেশে ও কোথায় বোমাগুলি নিয়ে যাওয়া হচ্ছিল, তা দেখতে তদন্ত শুরু করেছে বীজপুর থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details