পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

জয়শ্রীরাম স্লোগান ঘিরে উত্তপ্ত গোয়ালজান ; বোমাবাজি, গুলি - Fire

জয়শ্রীরাম বলায় বুধবার দুজনকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । সেই ঘটনায় জড়িত দুজনকে ফেরিঘাটে আটকে রাখে স্থানীয়রা । তাদের অভিযোগ, অভিযুক্তকে পালাতে সাহায্য করে পুলিশ ।

ছবিটি প্রতীকী

By

Published : May 10, 2019, 11:57 AM IST

Updated : May 10, 2019, 3:37 PM IST

বহরমপুর, 10 মে : বহরমপুরের গোয়ালজানে বোমাবাজি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । পাশাপাশি, গুলিও চালানো হয় । জখম হয় বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা । খবর পেয়ে ঘটনাস্থানে যায় বহরমপুর থানার পুলিশ । অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তারির দাবিতে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে স্থানীয়রা ।

জয়শ্রীরাম বলায় বুধবার দুজনকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । সেই ঘটনায় জড়িত দুজনকে ফেরিঘাটে আটকে রাখে স্থানীয়রা । তাদের অভিযোগ, অভিযুক্তকে পালাতে সাহায্য করে পুলিশ । এর জেরে পুলিশের উপর ক্ষুব্ধ ছিল স্থানীয়রা ।

তারপর গতরাতে একদল দুষ্কৃতী ওই এলাকাতে বোমাবাজি করে । গুলি চালানো হয় । তার জেরে বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা জখম হয় । খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ গেলে তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে স্থানীয়রা । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ, RAF মোতায়েন করা হয়েছে ।

দেখুন ভিডিয়ো
Last Updated : May 10, 2019, 3:37 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details