বোলপুর, 20 জানুয়ারি : আদিবাসী মহিলাকে গণধর্ষণের অভিযোগে 4 জনকে 20 বছর কারাদণ্ডের নির্দেশ দিল বোলপুর মহকুমা আদালত (Ilambazar Gang Rape Verdict) । পাশাপাশি রাজ্য সরকারকে বিচারক নির্যাতিতাকে সাড়ে 7 লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ দিয়েছেন । অপরাধের ঘটনার প্রায় 4 বছর পর এদিন বিচার পেলেন নির্যাতিতা ।
মামলার সরকারি আইনজীবী জানান, 2018 সালের 29 জানুয়ারি ইলামবাজার থানার ধল্লা গ্রাম পঞ্চায়েতের ফুলডাঙ্গা গ্রামে এক মহিলাকে গণধর্ষণ করা হয় ৷ বাড়ি থেকে কিছুটা দূরে জঙ্গলে নিয়ে যাওয়া হয় তাঁকে ৷ সরস্বতী পুজো থাকায় মাইক বাজছিল ৷ তাই নির্যাতিতার চিৎকার শুনতে পাননি কেউ ৷ ওই বছরের 30 জানুয়ারি ইলামবাজার থানায় অভিযোগ দায়ের হয় ৷ অভিযোগের ভিত্তিতে পুলিশ 4 জনকে গ্রেফতার করে ৷ ঘটনার প্রায় 4 বছর পর এই মামলার সাজা ঘোষণা হল বোলপুর মহকুমা আদালতে ।