দিল্লি, 19 জুন : সর্বসম্মতভাবে লোকসভার স্পিকার নির্বাচিত হলেন ওম বিড়লা । আনুষ্ঠানিকভাবে নির্বাচনের পর ওম বিড়লাকে স্পিকারের চেয়ার পর্যন্ত এগিয়ে দেন প্রধানমন্ত্রী । তিনি বলেন, "ওম বিড়লার রাজনীতির মূল বিষয় হল জনসেবা । উনি অত্যন্ত দায়িত্ববান নেতা ।"
বর্ষীয়ান রাজনীতিবিদ ওম বিড়লা দীর্ঘদিন ধরে BJP-র সঙ্গে যুক্ত । তিনি 1987 থেকে 1991 সাল পর্যন্ত রাজস্থানের কোটার ভারতীয় জনতা যুব মোর্চার জেলা সভাপতি ছিলেন । পরে 6 বছর রাজস্থানের ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতির দায়িত্ব সামলেছিলেন । 1997 সাল থেকে 2003 পর্যন্ত ভারতীয় জনতা যুব মোর্চার জাতীয় সহ-সভাপতি ছিলেন । 2003 সালে প্রথম বিধানসভা নির্বাচনে জেতেন ওম বিড়লা । পরের দুটি বিধানসভা নির্বাচনেও নিজের আসন ধরে রাখেন । 2014 সালে কোটা থেকে তাঁকে টিকিট দেয় BJP । সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনেও কোটা থেকে জয়লাভ করেন । এরপর থেকে স্পিকার হিসেবে অমিত শাহ ঘনিষ্ঠ এই রাজনীতিবিদের নাম শোনা যাচ্ছিল ।