পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

বিধানসভায় "হিরো" লোকসভায় "জ়িরো" কংগ্রেস, রাজস্থানে BJP 25-এ 25 - counting

25 আসন বিশিষ্ট লোকসভায় সবকটি আসনই দখল রাখতে পেরেছে BJP । কংগ্রেসের ঝুলি শূন্য । এর মধ্যে একাধিক আসনে জয় এসেছে 3 লাখেরও বেশি ভোটের ব্যবধানে । সবথেকে বেশি মার্জিনে জিতেছেন সুভাষ চন্দ্র বাহেরিয়া ।

রাজস্থানে BJP 25-এ 25

By

Published : May 23, 2019, 4:40 PM IST

জয়পুর, 23 মে : 17 ডিসেম্বর 2018 । রাজস্থানের মসনদে বসলেন অশোক গেহলট । কাট টু 23 মে 2019 । সময়ের ফারাক মাত্র 6 মাস । হারানো গৌরব ফিরে পেল BJP । ধুয়ে-মুছে সাফ কংগ্রেস ।

200 আসন বিশিষ্ট বিধানসভায় তারুণ্যের জয়গান গেয়ে ক্ষমতায় এসেছিল কংগ্রেস । মুখ্যমন্ত্রী করা হয়েছিল অশোক গেহলটকে । বসুন্ধরা রাজে হার মেনেও জমি ছাড়তে রাজি ছিলেন না । এরপর একের পর এক মিছিল মিটিং শুরু করে BJP নেতৃত্ব । সংগঠন বাড়াতে থাকে স্তরে স্তরে । ফল মিলল হাতে নাতে । মাত্র 6 মাসের মাথায় ।

25 আসন বিশিষ্ট লোকসভায় 25টি আসনই দখল রাখতে পেরেছে BJP । কংগ্রেসের ঝুলি শূন্য । এর মধ্যে একাধিক আসনে জয় এসেছে 3 লাখেরও বেশি ভোটের ব্যবধানে । সবথেকে বেশি মার্জিনে জিতেছেন সুভাষ চন্দ্র বাহেরিয়া । বিলওয়ারা আসন থেকে তিনি জয়ী হয়েছেন 6 লাখ 10 হাজার 920 ভোটে ।

রাজস্থানের ফলে খুশি BJP নেতৃত্ব । কংগ্রেস নেতারা বলছেন, "আবার শুরু থেকে লড়াই করতে হবে ।"

ABOUT THE AUTHOR

...view details