কোলাঘাট, 13 এপ্রিল : হাইকোর্টের নির্দেশ ও যাবতীয় প্রস্তুতি সত্ত্বেও কোলাঘাটে রামনবমীর অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য হল BJP। রামের মূর্তি এনেও দিনভর ফাঁকা মঞ্চে কেবলমাত্র সাউন্ড বক্সে রামের ভক্তিমূলক গান বাজিয়েই দিন পার করতে হল BJP ও RSS-র নেতা কর্মীদের। BJP-র অভিযোগ পুলিশের নিরাপত্তা বেষ্টনিতে তাদের রামনবমীর অনুষ্ঠানস্থানে যাওয়ার রাস্তা দখল করে রামনবমী পালন করল তৃণমূল। পুলিশ ও প্রশাসনকে বারবার জানিয়েও লাভ হয়নি।
BJP-র অভিযোগ, হাইকোর্টের নির্দেশ অমান্য করার পাশাপাশি অনুষ্ঠানস্থানে আসার রাস্তা বন্ধ করা, মাইক বাঁধতে না দেওয়া ও বার বার হুমকির জেরে তারা প্রথম দিনের অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছে। দ্বিতীয় দিন অর্থাৎ আগামীকাল অনুষ্ঠান হবে কি না তা RSS-র কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করে স্থির করা হবে আজ। অন্যদিকে, প্রথম দিনের পর রবিবার আরও বড় করে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। তাতে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীরও আসার কথা রয়েছে। আজ তৃণমূলের অনুষ্ঠানে ছিলেন তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী দিব্যেন্দু অধিকারী, শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি দিবাকর জানা, পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র, কোলাঘাটের তৃণমূল নেতা অসিত বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের বহু জনপ্রতিনিধি ও নেতারা উপস্থিত ছিলেন।