বোলপুর, 12জুন : কোরোনা সচেতনতা প্রচারেও রাজনীতির ছোঁয়া। বোলপুরের ফুলডাঙা, বনেরপুকুর ডাঙা, সোনাঝুরি পল্লী প্রভৃতি আদিবাসী অধ্যুষিত গ্রাম গুলিতে BJP -র প্রতীক চিহ্ন আঁকা মাস্ক বিলি করল BJP মহিলা মোর্চা।
আসন্ন বিধানসভা নির্বাচনে জমি দখলের লড়াইয়ে কোরোনা ভাইরাসকেই হাতিয়ার করেছে রাজনৈতিক দলগুলি। রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ আঁকা মাস্ক পড়ছেন আজকাল। এরপরই BJP-র প্রতীক চিহ্ন দেওয়া মাস্ক পড়ে সাংবাদিক বৈঠক করেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। BJP-র প্রতীক চিহ্নের মাস্ক বাজারে বিক্রি হওয়ার সঙ্গে সঙ্গেই প্রতিযোগী হিসেবে তৃণমূলের প্রতীকী চিহ্ন দেওয়া মাস্কও বাজারে হাজির হয়। ইতিমধ্যেই শহরে দুই দলের প্রতীক চিহ্ন দেওয়া মাস্ক দেদার বিক্রি হচ্ছে।