মোরাদাবাদ, 7জুন : দীর্ঘদিন লকডাউন থাকার পর এবার ধীরে ধীরে শিথিল হচ্ছে বিধিনিষেধ। ধর্মীয় স্থানগুলি ফের সাধারণ মানুষের জন্য খোলা হচ্ছে । এমন সময়মোরাদাবাদেরBJPবিধায়ক রাজেশকুমার সিংকে দেখা গেল পুরোহিতদের মধ্যে স্যানিটাইজার, PPEকিট ও মাস্ক বিতরণকরতে ।
এই বিষয়ে তিনি বলেন, “এই মহামারি'র বিরুদ্ধে লড়াই করার জন্য,কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার সব কিছুকরছে । আমার মনে হচ্ছে আমার নিজের টাকা থেকে কিছু করা দরকার । তাই আমাদের টিমেরতরফে গ্রামের সমস্ত মন্দিরের পুরোহিতদের স্যানিটাইজার মাস্ক ওPPEকিট বিতরণ করাহচ্ছে । সোমবার থেকে মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হবে । পুরোহিতরা সবার সংস্পর্শেআসবেন । তাই কোরোনা ভাইরাস থেকে বাঁচতে তাদেরও প্রতিরক্ষা বর্ম লাগবে।”তিনি আরও জানান,পঞ্চাশটি গ্রামকে ইতিমধ্যেই তাঁরাজীবানুমুক্ত করেছেন ।