পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

শালতোড়ায় BJP নেতাকে লক্ষ্য করে গুলি, অভিযুক্ত তৃণমূল - Clash

পুলিশের সামনে এক BJP নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ।

জখম গুলি

By

Published : May 24, 2019, 3:19 PM IST

শালতোড়া, 24 মে : বাঁকুড়ার শালতোড়ায় পুলিশের সামনেই BJP নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । অল্পের জন্য গুলি লক্ষ্যভ্রষ্ট হয় । এদিকে, স্থানীয় তৃণমূল নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে BJP-র বিরদ্ধে ।

বাঁকুড়া লোকসভা কেন্দ্রে জয়ের পর গতরাতে শালতোড়া বাজার এলাকায় আনন্দে মাতেন স্থানীয় BJP কর্মীরা । অভিযোগ, তখন শালতোড়ার ব্লক তৃণমূল সভাপতি কালীপদ রায় ও তাঁর অনুগামীরা মহিলা BJP কর্মীদের লক্ষ্য করে গালিগালাজ করে । বিষয়টি নিযে থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশের সামনেই BJP কর্মীদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ । দু'পক্ষের মধ্যে হাতাহাতি হয় । BJP-এর অভিযোগ, তারপরই তাদের এক নেতাকে লক্ষ্য করে গুলি চালানো হয় । তা যদিও তাঁর গায়ে লাগেনি । পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ BJP-এর ।

এদিকে তৃণমূলের অভিযোগ, কালীপদ রায়ের বাড়িতে ভাঙচুর চালিয়েছে BJP ।

For All Latest Updates

TAGGED:

BJPTMCClash

ABOUT THE AUTHOR

...view details