মালদা, 14 সেপ্টেম্বর : সোশাল মিডিয়ায় দুর্গাপুজো নিয়ে বিভ্রান্তিমূলক পোস্ট করার অভিযোগে BJP-র এক নেতাকে গ্রেপ্তার করল গাজোল থানার পুলিশ ৷ গেরুয়া শিবিরের ওই নেতা গাজোল মণ্ডল কমিটির সভাপতি ছিলেন ৷ তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ আজ আদালতে তোলা হলে ধৃতকে তিনদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন মালদা জেলা আদালতের মুখ্য দায়রা বিচারক ৷ এনিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে জেলা BJP শিবিরে ৷
পুলিশ সূত্রে খবর, গতকাল গাজোলের সিংহপাড়ার বাসিন্দা দেবাশিস সিংহ গাজোল থানা ও BDO অফিসে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ৷ নিজের অভিযোগপত্রে তিনি জানান, স্থানীয় নয়াপাড়ার বাসিন্দা ও এলাকার BJP নেতা চিন্ময় দেববর্মণ গতকাল সকাল 10টা নাগাদ সোশাল মিডিয়ায় দুর্গাপুজো নিয়ে একটি উস্কানিমূলক তথ্য পোস্ট করেন ৷ দলীয় একটি গ্রুপে ভিডিয়ো পোস্টের মাধ্যমে ওই BJP নেতা প্রচার করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সিদ্ধান্ত নিয়েছে, এবার দুর্গাপুজোর কোনও অনুমতি দেওয়া হবে না ৷ কেউ দুর্গাপুজো করতে পারবে না ৷ এর আগে সরস্বতী পুজো নিয়েও রাজ্য সরকার এমন সিদ্ধান্ত নিয়েছিল ৷ কিন্তু অন্য ধর্মের উৎসব, যেমন, মহরম কিংবা বড়দিন উদ্যাপনের ক্ষেত্রে রাজ্য সরকার তেমন কোনও সিদ্ধান্ত নেয়নি ৷ চিন্ময় দেববর্মণের এই পোস্টের বিরুদ্ধেই তিনি এই অভিযোগ দায়ের করছেন ৷ কারণ, এমন পোস্ট করে ওই BJP নেতা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন বলে অভিযোগ ৷ দেবাশিসবাবুর অভিযোগ পেয়ে গোটা বিষয়টি খতিয়ে দেখে BDO অফিস ও গাজোল থানার পুলিশ ৷ তদন্তে দেখা যায়, রাজ্য সরকার এ নিয়ে প্রশাসনের কাছে কোনও নির্দেশিকা পাঠায়নি ৷ চিন্ময় দেববর্মণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে সোশাল মিডিয়ায় এমন পোস্ট করেছেন ৷ এরপরেই গতকাল রাত 12 টা নাগাদ পুরাতন মালদার নারায়ণপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় ৷ তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয় ৷ ধৃতকে আজ জেলা আদালতে পেশ করা হলে বিচারক তাকে তিনদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন ৷