পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

আরামবাগে সরকারি চাপে জোর করে BJP প্রার্থীকে হারানো হয়েছে : মুকুল - Recounting

আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তত 40 টি EVM-এর ভোট গণনা করা হয়নি । গতকাল এই অভিযোগ করেন মুকুল রায় । এই বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ জানানো হয় BJP-র তরফে ।

মুকুল রায়

By

Published : May 25, 2019, 10:24 AM IST

Updated : May 25, 2019, 11:52 AM IST

কলকাতা, 25 মে : আরামবাগ লোকসভা কেন্দ্রের BJP প্রার্থীকে জোর করে হারানো হয়েছে । গতকাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এসে এই অভিযোগ করলেন BJP নেতা মুকুল রায় । তাঁর অভিযোগ, আরামবাগের রিটার্নিং অফিসার সরকারি চাপে BJP প্রার্থীকে নির্বাচনে হারিয়ে দিয়েছেন ।

23 মে লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হয় । দেখা যায়, আরামবাগের তৃণমূল কংগ্রেস প্রার্থী অপরূপা পোদ্দার 1142 ভোটে BJP প্রার্থী তপন রায়কে হারান । ভোটের এই ফলাফলে খুশি নয় BJP শিবির । তাদের অভিযোগ, শাসক দলের প্ররোচনায় আরামবাগের BJP প্রার্থীকে জোর করে হারানো হয়েছে । গতকাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ় আফতাবের কাছে BJP-র তরফে এই অভিযোগ করা হয় ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুকুল বলেন, "আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তত 40 টি EVM গণনা করা হয়নি । VVPAT -র উপর ভিত্তি করে রেজ়াল্ট করা হয়েছে । VVPAT কখনই EVM-র বিকল্প হতে পারে না । প্রার্থীর তরফে পুনর্গণনার আবেদন করা হলেও তা খারিজ করে দেওয়া হয়েছে । "

Last Updated : May 25, 2019, 11:52 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details