জয়নগর, 19 মে : জয়নগর বিধানসভা কেন্দ্রের 60 ও 61 নম্বর বুথে BJP এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠল । এছাড়াও কুলতলির জালাবেরিয়া এলাকায় এই একই অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ।
জয়নগরের একাধিক বুথে BJP এজেন্টকে বসতে বাধা, অভিযুক্ত তৃণমূল
জয়নগর বিধানসভা কেন্দ্রের 60 , 61 নম্বর বুথ এবং কুলতলির জালাবেরিয়া এলাকার কয়েকটি বুথে BJP এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠল ।
অশোক কান্ডারি
জয়নগর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী অশোক কান্ডারি এই অভিযোগ করেছেন । তাঁর অভিযোগ, তৃণমূলের লোকজন BJP এজেন্টদের মারধর করে বুথ থেকে বের করে দেয় । যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।
Last Updated : May 19, 2019, 9:23 AM IST