ব্যারাকপুর, 29 এপ্রিল : "তৃণমূল, BJP যে ধরনের কার্যকলাপ করে তাতে সন্ত্রাসবাদীরা মাথাচাড়া দিতেই পারে ।" কাঁচরাপাড়ায় প্রচারে গিয়ে একথা বলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ।
তৃণমূল, BJP-র কার্যকলাপে সন্ত্রাসবাদীরা মাথাচাড়া দিতেই পারে : বিমান বসু - biman bose
গতকাল কাঁচরাপাড়ায় নির্বাচনী প্রচারে যান বিমান বসু । সেখানে সাংবাদিকদের তিনি বলেন, "তৃণমূল, BJP যে ধরনের কার্যকলাপ করে তাতে সন্ত্রাসবাদীরা মাথাচাড়া দিতেই পারে ।"
গতকাল ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের CPI(M) প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়ের সমর্থনে প্রচার করতে কাঁচরাপাড়া যান তিনি । বলেন, "তৃণমূল কংগ্রেসের কোনও আদর্শ নেই, কোনও দর্শন নেই , কোনও কর্মসূচি নেই । আলতু ফালতু কথা বলে একটা পার্টি চলছে । যে পার্টিতে একজনই সবকিছু । সেই দল থেকে চলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় ।"
তিনি আরও বলেন, "দু'বছর তারা মিলা অষ্টমী, রামনবমী করছে । যদি রামনবমী করতেই হয় তাহলে তৃণমূলে থেকে করবে কেন? BJP-তে গিয়েই করবে । অর্থাৎ দর্শন এবং কর্মসূচি না থাকার ফলে এই ধরনের বিভ্রম জাতীয় ঘটনা ঘটছে ।"