কলকাতা, 16 জুন : কোরোনার থাবা এবার বাংলার টেবিল টেনিসেও । আজ বাংলার টেবিল টেনিস খেলোয়াড় সৌভিক কর কোরোনা আক্রান্ত হয়ে বেলেঘাটা ID হাসপাতালে ভরতি হন।
তবে শুধু সৌভিক নন, তাঁর পরিবারে বাবা-মা এবং স্ত্রীও কোরোনায় আক্রান্ত হয়েছেন। বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট স্বপন বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বর্তমানে চারজনই বেলেঘাটা ID হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গিয়েছে, সৌভিকের বাবার বেশ কয়েকদিন ধরে জ্বর ছিল। কোরোনা সন্দেহ হওয়ায় পরীক্ষা করা হয়, রিপোর্ট পজ়িটিভ আসে । এরপর পরিবারের বাকি সদস্যদেরও কোরোনা পরীক্ষা করা হলে তাঁদের রিপোর্টও পজ়িটিভ আসে।
ডানকুনির বাসিন্দা সৌভিক বর্তমানে ভারতীয় রেলের কর্মী । দুই বছর আগেও ভারতীয় রেলের দলের হয়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। একসময় তিনি বাংলা দলের প্রতিনিধিত্বও করেছেন।
সৌভিক এবং তাঁর পরিবারের সদস্যদের যাতে কোনও অসুবিধা না হয়, সেই জন্য রাজ্য ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে অনুরোধ করা হয়েছে । এবং মন্ত্রী বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন। এই বিষয়ে BSTTA-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট স্বপন ব্যানার্জি বলেন, তাঁরা প্রতিটি খেলোয়াড়ের পাশে রয়েছেন। সবার সচেতন হওয়া জরুরি। এই বিপদে পারস্পরিক সাহায্যের মাধ্যমেই কোরোনা যুদ্ধ জয় সম্ভব।
এর আগে বাংলার এক প্রাক্তন ক্রিকেটার কোরোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন। তবে বর্তমানে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।