কলকাতা, 13 সেপ্টেম্বর : প্যানডেমিক পরিস্থিতিকে কাজে লাগিয়ে রাজ্যে সরকারি চিকিৎসকদের বদলি চলছে । এমনই অভিযোগ তুলল সরকারি চিকিৎসকদের একটি সংগঠন । কোরোনা আক্রান্ত চিকিৎসকদের জন্য উচ্চমানের চিকিৎসা পরিষেবা প্রদানের দাবি জানায় তারা ।
এর আগেও বিভিন্ন সময়ে সরকারি চিকিৎসকদের বদলি প্রসঙ্গে চিকিৎসকদের বিভিন্ন সংগঠন অভিযোগ করেছে । আবার রাজ্যের সরকারি চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের তরফে অভিযোগ করা হল । তাদের অভিযোগ, COVID-19-এর এই প্যানডেমিক পরিস্থিতিকে কাজে লাগিয়ে সরকারি চিকিৎসকদের বদলি করা হচ্ছে । সংগঠনের সাধারণ সম্পাদক সজল বিশ্বাস বলেন, "রাজ্যে কোরোনা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে । যথাযথভাবে এই পরিস্থিতির মোকাবিলা করা হচ্ছে না । সরকারি চিকিৎসকদের উপর প্রশাসনিক সন্ত্রাস চালানো হচ্ছে । স্বাস্থ্যভবনে অচলাবস্থা তৈরি করা হয়েছে । প্যানডেমিকের নামে স্বাস্থ্যভবনের ভিতরে চিকিৎসকদের প্রবেশের ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে । একতরফা চিকিৎসকদের অন্যায় বদলি এবং নিয়োগ করা হচ্ছে । চিকিৎসকদের বিপদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে ।"