বাঁকুড়া, 6 অগস্ট: বাঁকুড়া জেলার প্রাচীন শিল্পগুলির মধ্যে অন্যতম মৃৎশিল্প ৷ টেরাকোটার মাটির তৈরি জিনিসের খ্যাতি শুধু দেশ নয় বিশ্বজোড়া ৷ তবে করোনা প্যানডেমিকের কারণে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে এই শিল্প ৷ দুর্গাপুজোর আর মাত্র দু'মাস বাকি ৷ অন্যান্য বছর এই সময় চরম ব্যস্ততার মধ্যেই কাটে শিল্পীদের ৷ তবে এবছর এখনও তেমন কোনও বড় কাজের বরাত পাননি বাঁকুড়ার 'টেরাকোটা গ্রাম' পাঁচমুড়ার মৃৎশিল্পীরা । ফলে মন ভাল নেই তাঁদের ৷
আর দু'মাস পরেই আনন্দ উৎসবে মেতে উঠবে আম-বাঙালি ৷ তবে কাজ না পেলে সেই আনন্দের লেশমাত্র পৌঁছবে না শিল্পীদের কাছে ৷ টেরাকোটার হাতি, ঘোড়া থেকে ঘর সাজানোর নানান জিনিসপত্র, এমনকি পোড়া মাটির গহনা তৈরিতেও পাঁচমুড়ার কুমোরপাড়ার শিল্পীদের ব্যাপক খ্যাতি রয়েছে । এমনকি একসময় পাঁচমুড়ার ঘোড়ার খ্যাতি ছিল আন্তর্জাতিকস্তরেও । আর এই জায়গা থেকেই মণ্ডপসজ্জা থেকে প্রতিমা সব বিষয়েই কলকাতা সহ রাজ্যজুড়ে ব্যাপক চাহিদা ছিল এখানকার শিল্পীদের । সেই সুযোগে বাড়তি কিছু রোজগার হত তাঁদের । কিন্তু করোনা প্যানডেমিক সেই আশাতেই জল ঢেলে দিয়েছে । এবছর এখনও পর্যন্ত একজন শিল্পীও প্রতিমা তৈরি থেকে মণ্ডপসজ্জার বরাত পাননি । ফলে চরম হতাশা গ্রাস করছে তাঁদের ।