বাঁকুড়া, 8 জুন : ঘূর্ণিঝড় আমফানে খাদ্যশস্যের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় পানের বরজও। আজ বাঁকুড়া জেলা প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্ত পানচাষীদের আর্থিক সহায়তা দেওয়া হল।
বাঁকুড়া জেলায় প্রায় 200 হেক্টর জমিতে পান চাষ করা হয়ে থাকে । বাঁকুড়া জেলার 15টি ব্লকের প্রায় তিন হাজার মানুষ পান চাষের সঙ্গে যুক্ত । 20 মে রাজ্যের উপর বয়ে যাওয়া ঘূর্ণিঝড় আমফানে পানচাষীদের অধিকাংশই ক্ষতিগ্রস্থ হয়েছিলেন।
আমফানের পরই রাজ্য সরকারের তরফ থেকে ক্ষতিগ্রস্ত চাষীদের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছিল। সরকারের নির্দেশ অনুযায়ী, ক্ষতিগ্রস্ত চাষীদের তালিকা তৈরি করে বাঁকুড়া জেলা প্রশাসন। আজ বাঁকুড়া জেলা প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত চাষীদের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।