দিল্লি, 30 মে : রাজ্যের বেশ কয়েকজন সাংসদ নরেন্দ্র মোদির ক্যাবিনেটে ঠাঁই পেতে পারেন । কয়েকজনকে পূর্ণমন্ত্রীও করা হতে পারে । লোকসভা নির্বাচনে রাজ্যে চমকপ্রদ ফলের পর থেকেই এই জল্পনা চলছিল । দিনের শেষে বাংলার ভাঁড়ারে এল দুটি রাষ্ট্রমন্ত্রীর পদ । শপথ নিলেন বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরি ।
লোকসভা ভোটের আগে BJP-র কেন্দ্রীয় নেতৃত্ব বাংলাকে পাখির চোখ করেছিলেন । একাধিকবার রাজ্যে প্রচারে আসেন নরেন্দ্র মোদি, অমিত শাহরা । তার ফলও মেলে হাতেনাতে । ফল বেরোনোর পর দেখা যায়, রাজ্যে BJP-র আসন সংখ্যা 2 থেকে একলাফে বেড়ে 18 হয়েছে । তাতে যারপরনাই খুশি হন মোদি-শাহ জুটি । তাই প্রথম থেকেই জল্পনা চলছিল বাংলা পেতে চলেছে বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী । আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়, রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরি, ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রমের নাম বিভিন্ন মহলে ঘোরাফেরা করছিল ।
বাংলায় BJP-র সংগঠনের ক্ষেত্রে দেবশ্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন । আগে প্রচারের আলোতে নিজেকে সেভাবে তুলে না ধরলেও দক্ষ সংগঠক হিসেবে তাঁর ভূমিকা মোদির নজরে আনা হয়েছিল । আজ দুপুরে ফোনও করা হয়েছিল দেবশ্রীকে । তারপর রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন রায়গঞ্জের নবনির্বাচিত সাংসদ ।
অপরদিকে, মোদির প্রথম ইনিংসে রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলেছেন বাবুল । তিনি বরাবর মোদির নেকনজরে ছিলেন । মোদি ঘনিষ্ট বলেও সুনাম রয়েছে বাবুলের । এবার জয়ের মার্জিন বাড়ানোর পুরস্কার হিসেবে রাষ্ট্রমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন বাবুল । কিন্তু, শেষপর্যন্ত রাষ্ট্রমন্ত্রী হিসেবে সন্তুষ্ট থাকতে হল বাবুলকে ।
পাশাপাশি, ঝাড়গ্রামে পঞ্চায়েতের সময় থেকেই BJP-র শক্তি বেড়েছিল । সেই সাফল্যকে ধরে রেখে ঝাড়গ্রাম আসনে জয় ছিনিয়ে আনেন কুনার হেমব্রম । আদিবাসী মুখ হিসেবে মোদির মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন বলে জল্পনা চলছিল । এছাড়া, মন্ত্রিত্বের দৌড়ে ছিলেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া ও লকেট চ্যাটার্জি ।