বারাসত, 12 মে : BSF সম্পর্কে মুখ্যমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন আসানসোলের BJP প্রার্থী বাবুল সুপ্রিয় । গতকাল হাড়োয়ার সভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "BSF বর্ডার খুলে দিয়ে দুষ্কৃতীদের ঢুকিয়ে বসিরহাটে দাঙ্গা করেছে । BSF কেন্দ্রের কথায় চলে ।" এর জবাবে BJP প্রার্থী বাবুল সুপ্রিয় বলেন, "BSF ও CISF-এর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী আক্রমণ করছেন । এটা বাংলার মানুষ কি ভালোভাবে নিচ্ছে! দেশের মানুষ কি ভালোভাবে নিচ্ছে! ওঁর (মমতা ব্যানার্জি) এটা রুচি । উনি বলছেন । মানুষ কিন্তু শুনছে না ।"
ক্ষমতা হারানোর ভয়ে উলটো-পালটা মন্তব্য করছেন মমতা : বাবুল - babul attacks mamata
BSF সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের জবাব দিলেন আসানসোলের BJP প্রার্থী বাবুল সুপ্রিয় । মমতা ব্যানার্জিকে আক্রমণ করে বলেন, "তৃণমূল ভয় পেতে শুরু করেছে । ক্ষমতা হারানোর ভয়ে উনি উলটো-পালটা মন্তব্য করছেন ।"
বাবুল আরও বলেন, "মানুষের মধ্যে যে জনজাগরণ তৈরি হচ্ছে, তাতে তাঁরা বলছে কেন্দ্রীয় বাহিনী দিন । আমাদের ভোট দিন । তৃণমূল ভয় পেতে শুরু করেছে । ক্ষমতা হারানোর ভয়ে উনি উলটো-পালটা মন্তব্য করছেন ।" রাজ্যের একাধিক প্রান্তে BJP নেতা-কর্মীদের উপর হামলা প্রসঙ্গে বাবুল সুপ্রিয় বলেন, "এটা নতুন ব্যাপার নয় । দিলীপ ঘোষ, হেমন্ত বিশ্বশর্মা ও আমার মত কার্যকতাদের নৃশংসভাবে মারা হয়েছে । দু-ধরনের দল এই হামলা করছে । একদিকে, দিদির অনুপ্রেরণায় তৃণমূলের গুন্ডারা হামলা করছে । অপরদিকে, উর্দি পরা তৃণমূলের পুলিশ গুন্ডা, যারা দিদির নির্দেশে কাজ করছে । এই দু-জন একসঙ্গে মিলে আইনশৃঙ্খলা, যেটা রাজ্যের ব্যাপার, তার অপপ্রয়োগ করে মানুষের উপর যেভাবে অত্যাচার চালাচ্ছে, তার ফল যে ভালো হবে না, তা উনি বুঝতে পেরেছেন । সেইজন্য ওর এই ভাষা ও পরিবর্তন । পরিবর্তন খুব একটা নয় । উনি আগেও এই ধরনের ভাষা ব্যবহার করেছেন । সেই ভাষা যে আরও নিম্নতর হয়েছে, এটা তারই প্রমাণ ।"
শেষ দু-দফার ভোটে BJP ভালো ফল করবে বলেও আশাবাদী বাবুল সুপ্রিয় । তাঁর কথায়, সন্ত্রাস করে BJP-কে আটকানো যাবে না । জয়শ্রীরাম বলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের রোষানলে পড়েছিলেন কয়েকজন BJP কর্মী । এনিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "ধর্ম নিয়ে প্রত্যেকেরই প্রচার করার অধিকার আছে । ওখানে যদি 10 জন মুসলিম ভাই আল্লাহর নাম স্মরণ করতেন তাহলে কি মুখ্যমন্ত্রী ওভাবে গাড়ি থেকে নেমে তাদের গ্রেপ্তার করাতেন ? নাকি তাদের অভিবাদন গ্রহণ করে পালটা তাদের অভিবাদন জানাতেন ? " বাবুল বলেন, "রামচন্দ্রকে তো আমরা বাংলায় আনিনি । উনি যত এধরনের কাজকর্ম করবেন, তত মানুষের আওয়াজ জোরালো হবে । হাওড়ার BJP নেত্রী প্রিয়াঙ্কা শর্মাকে গ্রেপ্তার করা নিয়ে BJP নেতা বাবুল বলেন, "সোশাল সাইটে মিম করা নিয়ে প্রিয়াঙ্কা শর্মা নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে । এরকম মিম তো সোশাল সাইট খুললেই অহরহ পাওয়া যাবে । এতে আরও ওই মিমটা সারা পৃথিবীতে জনপ্রিয় হয়ে গেল ।"