দুর্গাপুর, ২২ এপ্রিল : BJP প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার ব়্যালির ট্যাবলোতে গতকাল রাতে হামলার অভিযোগ উঠল তৃণমূলকর্মীদের বিরুদ্ধে । এক BJP কর্মীকে মারধর করা হয় বলেও অভিযোগ ওঠে । অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।
গতকাল সকাল থেকেই দুর্গাপুরে প্রচার করেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া । ৩২ নম্বর ওয়ার্ডের পলাশডিহাতে প্রচারের সময় সেখানে তৃণমূল কংগ্রেসের একটি পথসভা চলছিল । অভিযোগ, সুরিন্দরের গাড়ি বেরিয়ে যাওয়ার পর BJP-র ব়্যালির শেষে থাকা ট্যাবলোর ফ্লেক্স ছিড়ে ফেলে তৃণমূলকর্মীরা । এক BJP কর্মীকে মারধর করা হয় । পলাশডিহা থেকে সুরিন্দর সিং ২১ নম্বর ওয়ার্ডের ট্রাঙ্ক রোডে প্রচারে যান । আনন্দপুরী কলোনি হয়ে তাঁর প্রচার করার কথা ছিল । কিন্তু ফরিদপুর ফাঁড়ির পুলিশ তাঁকে আটকে দেয় । কারণ আনন্দপুরীতে তখন তৃণমূল কংগ্রেসের পথসভা চলছিল । পুলিশ সুরিন্দরের গাড়ি ঘুরিয়ে দেয় । এরপর পুলিশের সঙ্গে BJP কর্মীদের বচসা শুরু হয় । সুরিন্দর এলাকা থেকে চলে যান । দু'দিন আগে কাঁকসার গোপালপুরে BJP-র পথসভায় হামলার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । এই ঘটনায় সাত-আট জন BJP কর্মী জখম হন ।