পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

সুরিন্দরের মিছিলে হামলা, মারধর BJP কর্মীকে - ss aluwalia

দুর্গাপুরে BJP প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার মিছিলে হামলা হয়। পেটানো হয় এক BJP কর্মীকে। অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

সুরিন্দরের মিছিলে হামলা

By

Published : Apr 22, 2019, 3:24 AM IST

দুর্গাপুর, ২২ এপ্রিল : BJP প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার ব়্যালির ট্যাবলোতে গতকাল রাতে হামলার অভিযোগ উঠল তৃণমূলকর্মীদের বিরুদ্ধে । এক BJP কর্মীকে মারধর করা হয় বলেও অভিযোগ ওঠে । অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।

গতকাল সকাল থেকেই দুর্গাপুরে প্রচার করেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া । ৩২ নম্বর ওয়ার্ডের পলাশডিহাতে প্রচারের সময় সেখানে তৃণমূল কংগ্রেসের একটি পথসভা চলছিল । অভিযোগ, সুরিন্দরের গাড়ি বেরিয়ে যাওয়ার পর BJP-র ব়্যালির শেষে থাকা ট্যাবলোর ফ্লেক্স ছিড়ে ফেলে তৃণমূলকর্মীরা । এক BJP কর্মীকে মারধর করা হয় । পলাশডিহা থেকে সুরিন্দর সিং ২১ নম্বর ওয়ার্ডের ট্রাঙ্ক রোডে প্রচারে যান । আনন্দপুরী কলোনি হয়ে তাঁর প্রচার করার কথা ছিল । কিন্তু ফরিদপুর ফাঁড়ির পুলিশ তাঁকে আটকে দেয় । কারণ আনন্দপুরীতে তখন তৃণমূল কংগ্রেসের পথসভা চলছিল । পুলিশ সুরিন্দরের গাড়ি ঘুরিয়ে দেয় । এরপর পুলিশের সঙ্গে BJP কর্মীদের বচসা শুরু হয় । সুরিন্দর এলাকা থেকে চলে যান । দু'দিন আগে কাঁকসার গোপালপুরে BJP-র পথসভায় হামলার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । এই ঘটনায় সাত-আট জন BJP কর্মী জখম হন ।

তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, "BJP-র কোনও কর্মীকে মারধর করা হয়নি । BJP নাটক করে মানুষের কাছে তৃণমূল কংগ্রেসকে বদনাম করার একটা অপচেষ্টা চালাচ্ছে । গতকাল সুরিন্দর সিং আলুওয়ালিয়া ঝাড়খণ্ড থেকে বাইক বাহিনী নিয়ে এসে দুর্গাপুর শহর দাপিয়ে বেরিয়েছে । তিনি দার্জিলিং জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছেন। এবার তিনি দুর্গাপুরকেও আগুনে পোড়াতে এসেছেন। কিন্তু ২৯ এপ্রিল সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে রায় দিয়ে জানিয়ে দেবেন সুরিন্দর সিং আলুওয়ালিয়ার এরাজ্যে কোনও জায়গা নেই।"

যদিও পুলিশের তরফে জানানো হয়েছে, পলাশডিহার ঘটনা নিয়ে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details