বাগনান, 28 এপ্রিল : নির্বাচনী প্রচারে যাওয়ার পথে উলুবেড়িয়ার BJP প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার চেষ্টা হল । অভিযুক্ত তৃণমূল । বাগনান থানার বাইনানের শান্তিমোড় এলাকার ঘটনা । ঘটনায় বেশ কয়েকজন BJP কর্মী জখম হয়েছেন । এর প্রতিবাদে জয় বন্দ্যোপাধ্যায় ও BJP কর্মীরা বাগনান থানার সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখান । যদিও কিছুক্ষণ পর তাঁরা বিক্ষোভ তুলে নেন । যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয় ।
অস্ত্র নিয়ে জয়কে তাড়া তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের !
বাগনানের শান্তিমোড় এলাকায় জয় বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার চেষ্টা হল । অভিযুক্ত তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ।
অভিযোগ, শান্তিমোড় এলাকায় গাড়ি নিয়ে দুষ্কৃতীরা জয় বন্দ্যোপাধ্যায়ের প্রচার আটকায় । গাড়ি থেকে নেমে তারা ধারালো অস্ত্র নিয়ে জয়ের দিকে তেড়ে আসে । জয়ের নিরাপত্তারক্ষীরা আগ্নেয়াস্ত্র বের করলে দুষ্কৃতীরা থেমে যেতে বাধ্য হয় । সেই সময় তিনি ঘটনাস্থান থেকে বেরিয়ে গেলেও কয়েকজন BJP কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে ।
জয় বলেন, "চাকুর গ্রামে নির্বাচনী প্রচারে যাওয়ার সময় একটি গাড়ি আমাদের আটকায় । সেই গাড়ি থেকে কয়েকজন তলোয়ার, ছুরি ও অন্য অস্ত্র নিয়ে আমাদের দিকে ছুটে আসছিল । তৃণমূল আশ্রিত গুন্ডারাই আক্রমণ চালিয়েছে । আমি গাড়ি ঘুরিয়ে চলে আসার পর তারা কয়েকজন BJP কর্মীকে মারধর করেছে । তিনজন হাসপাতালে ভরতি । বাগনান থানায় বারবার আক্রমণের অভিযোগ জানানো সত্ত্বেও কোনও পদক্ষেপ নেওয়া হয় না ।"