কলকাতা, 23 জানুয়ারি : নেতাজি সংক্রান্ত তথ্য এখনও প্রকাশ না করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্রভাবে আক্রমণ করলেন কলকাতার উপ-মহানাগরিক অতীন ঘোষ (Atin Ghosh slams Centre over Netaji documents issue ) । অতীন বলেন, "নেতাজির মূর্তি বসিয়ে নিজের পাপস্খলন করতে পারবেন না নরেন্দ্র মোদি ।" সুভাষচন্দ্র বসুর জন্মদিনে অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এভাবেই আক্রমণ করলেন কলকাতার উপ-মহানাগরিক ও বেলগাছিয়া কাশিপুর কেন্দ্রের বিধায়ক অতীন ঘোষ।
এদিন শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন উপ-মহানাগরিক অতীন ঘোষ, মন্ত্রী শশী পাঁজা-সহ একাধিক কাউন্সিলর । অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতীন । কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে তিনি বলেন, “সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য নিয়ে তৎকালীন কংগ্রেস সরকার যা করেছিল, সেই একই পথে হাঁটছে বর্তমান বিজেপি সরকার ।”