পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

মধ্যরাতে খুলে গেল সীমান্ত, ভারতের হাসপাতালে চিকিৎসা পেলেন নেপালি ছাত্রী - international suspension bridge

সীমান্ত নিয়ে সুর চড়ালেও চিকিৎসা পেতে ভারতই ভরসা । নেপাল সরকারের অনুরোধে 30 মিনিটের জন্য খুলে দেওয়া হয় আন্তর্জাতিক ব্রিজ ।

Dhar chul suspension bridge opens for ailing nepali student
Dhar chul suspension bridge opens for ailing nepali student

By

Published : Sep 29, 2020, 7:51 PM IST

দেরাদুন, 29 সেপ্টেম্বর : চিনা উস্কানিতে সুর চড়ানো নেপাল দেখল মানবিক ভারতকে । মধ্যরাতে খুলে গেল ধরচুল সাসপেনশন ব্রিজ । সেই ব্রিজ পার করে মুহূর্ষ এক নেপালি ছাত্রীকে হাসপাতালে ভরতি করলেন পরিবারের লোকজন ।

অ্যাবডোমিনাল লমস বা পেটের যন্ত্রনায় ছটফট করছিল নেপালি মেয়েটি । তখন রাত । কাছের হাসপাতাল বলতে উত্তরাখণ্ডের পিথরগড় । মেয়েটির মা রেবতী দেবী জানিয়েছেন, দ্রুত হাসপাতালে নিয়ে যেতে প্রশাসনের কাছে আর্জি জানান তাঁরা । নেপাল সরকারের প্রতিনিধি যোগাযোগ করেন ভারতের সঙ্গে । তাঁরাই গাড়ির ব্যবস্থা করে দেন । ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি ।

পিথরগড়ের ডেপুটি কালেক্টর জানিয়েছে, নেপাল সরকারের অনুরোধে গতকাল মধ্যরাতে তিরিশ মিনিটের জন্য ব্রিজ তথা আন্তর্জাতিক সীমান্ত খুলে দেওয়া হয় ।

নেপাল সংসদে ভারতের বিরুদ্ধে সুর চড়িয়ে যতই হাততালি কুড়ান সেদেশের রাজনীতিকরা । এই ঘটনা আরও একবার প্রমাণ করল নেপাল এখনও ভারতের উপর কতটা নির্ভরশীল ।

ABOUT THE AUTHOR

...view details