দেরাদুন, 29 সেপ্টেম্বর : চিনা উস্কানিতে সুর চড়ানো নেপাল দেখল মানবিক ভারতকে । মধ্যরাতে খুলে গেল ধরচুল সাসপেনশন ব্রিজ । সেই ব্রিজ পার করে মুহূর্ষ এক নেপালি ছাত্রীকে হাসপাতালে ভরতি করলেন পরিবারের লোকজন ।
অ্যাবডোমিনাল লমস বা পেটের যন্ত্রনায় ছটফট করছিল নেপালি মেয়েটি । তখন রাত । কাছের হাসপাতাল বলতে উত্তরাখণ্ডের পিথরগড় । মেয়েটির মা রেবতী দেবী জানিয়েছেন, দ্রুত হাসপাতালে নিয়ে যেতে প্রশাসনের কাছে আর্জি জানান তাঁরা । নেপাল সরকারের প্রতিনিধি যোগাযোগ করেন ভারতের সঙ্গে । তাঁরাই গাড়ির ব্যবস্থা করে দেন । ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি ।