পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

কোচবিহারে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার বিহারের 2 বাসিন্দা সহ 3 - কোচবিহারে উদ্ধার আগ্নেয়াস্ত্র

আগ্নেয়াস্ত্রসহ কোচবিহারে গ্রেপ্তার 3। উদ্ধার 6টি আগ্নেয়াস্ত্র, 12টি ম্যাগাজিন ও 80 রাউন্ড গুলি ।

Arms and ammunition recovered

By

Published : Jul 8, 2020, 5:08 PM IST

কোচবিহার, 8 জুলাই: কোচবিহারে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হল তিনজনকে । গতরাতে অভিযান চালিয়ে দেওয়নাহাটের কালাচাঁদ থেকে তাদের গ্রেপ্তার করা হয় । ধৃতদের মধ্যে বিকাশ যাদব (19) ও পাণ্ডব কুমার যাদব (21) বিহারের বাসিন্দা । তারা সেখানে আগ্নেয়াস্ত্রগুলি বিক্রি করতে এসেছিল । যাকে বিক্রি করতে এসেছিল সেই মিনারুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়েছে ।

পঞ্চায়েত ভোটের পর লোকসভা নির্বাচনের সময়ও বারবার সংঘর্ষে উত্তপ্ত হয়েছে একাধিক এলাকা । তারপর থেকেই নিয়মিত অভিযান চালায় পুলিশ । উদ্ধার হয় প্রচুর আগ্নেয়াস্ত্র । মূলত বিহার থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে কোচবিহারে বিক্রি করা হত বলে জানা গেছে ।

এর আগে দিনহাটা থেকে আগ্নেয়াস্ত্র সহ বিহারের দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছিল পুলিশ । গতকাল ফের অস্ত্র উদ্ধার করা হল । বিহারের দুই দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও গুলি নিয়ে কোচবিহারে কাউকে বিক্রি করতে যাচ্ছে । এই খবর পেয়ে গতকাল অভিযান চালিয়ে একটি বাস থেকে দু'জনকে অস্ত্র সহ আটক করা হয় । তাদের কাছে থেকে ছ'টি আগ্নেয়াস্ত্র, 12টি ম্যাগাজিন ও 80 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে । পরে তাদের গ্রেপ্তার করা হয় ।

কোচবিহারের পুলিশ সুপার সন্তোষ নিম্বলকর বলেন, “কী কারণে এত আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হয়েছিল এবং এর সঙ্গে রাজনৈতিক যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে । ”

ABOUT THE AUTHOR

...view details