তেঁতুলিয়া, 6 মে : ব্যারাকপুরের BJP প্রার্থী অর্জুন সিংকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । তাঁর গাড়ি ভাঙচুরও করা হয় । আমডাঙার তেঁতুলিয়া এলাকার ঘটনা । এছাড়াও অর্জুনের গাড়ি ভাঙচুর করা হয় ।
আজ অর্জুন সিং আমডাঙার তেঁতুলিয়া গ্রামে দলীয় কর্মীদের নিয়ে পৌঁছান । এলাকায় পৌঁছাতেই রাস্তায় গাছের গুঁড়ি ফেলে তাঁর পথ আটকানো হয় । অভিযোগ, তৃণমূলের লোকজন এই কাজ করেছে । এছাড়াও তাঁর গাড়িতে ভাঙচুর করা হয়েছে । তৃণমূল সমর্থকরা তাঁর বিরুদ্ধে গো ব্যাক ধ্বনি তোলে ।