পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

BJP আইন মেনে কাজ করে, আইন ভাঙা তৃণমূলের কাজ : অনুপম - tmc

অনুপম হাজরার মনোনয়নপত্র জমা দেওয়ার দিন রোড শোয়ে ছিলেন খালি । তারপরই খালি অ্যামেরিকার নাগরিক বলে কমিশনে চিঠি পাঠায় তৃণমূল । যদিও খালি ভারতীয় নাগরিক বলে দাবি করেছেন অনুপম।

অনুপম হাজরা

By

Published : Apr 29, 2019, 5:56 AM IST

Updated : Apr 30, 2019, 6:37 AM IST

কলকাতা, 29 এপ্রিল : খালিকে (আসল নাম দলীপ সিং রানা) ভারতীয় নাগরিক বলে দাবি করলেন যাদবপুর কেন্দ্রের BJP প্রার্থী অনুপম হাজরা । তিনি বলেন,"কংগ্রেস, তৃণমূল, CPI(M) বললেই তো খালি বিদেশি হয়ে যাবে না । কাগজ, কলম কথা বলবে । আমরা আইন মেনেই খালিকে প্রচারে এনেছিলাম । আমরা আইন মেনেই কাজ করি । আইন ভাঙা তৃণমূলের কাজ ।"

শুনুন বক্তব্য

তিনি আরও বলেন, "সে ভারতীয় নাগরিক, ভারতীয় চাকুরিজীবী । আসলে খালি আসায় আমাদের প্রচারটা রাজকীয়ভাবে হয়েছে । কিন্তু সেদিন অন্য প্রার্থীদেরও মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল । খালি আসায় তাদের প্রচারটা জাঁকজমকভাবে হয়নি । তাই তাঁদের আঁতে ঘা লেগেছে । শাসকদল বা CPI(M) প্রথমে চেষ্টা করল যে, পুলিশকে ক্যাডারের মতো কাজে লাগিয়ে যাতে ভোট যেতা যায় । তারা দু একটা মিডিয়াকেও কিনে অপপ্রচারের চেষ্টা করছে । যাতে BJP কর্মীদের উদ্যম ভেঙে যায় । কিন্তু সেটা সম্ভব নয় । মানুষের মধ্যে উচ্ছ্বাস পরিষ্কার বলে দিচ্ছে যে যাদবপুর লোকসভাকেন্দ্রে BJP-র জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা ।"

মনোনয়নপত্র জমা দেওয়ার দিন যাদবপুরের BJP প্রার্থী অনুপম হাজরার প্রচারে রোড শো করেছিলেন গ্রেট খালি । তা নিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল তৃণমূল কংগ্রেস । চিঠিতে লেখা ছিল, "খালি অ্যামেরিকার নাগরিক । ভারতীয় ভোটারদের প্রভাবিত করার জন্য কোনও বিদেশিকে অনুমোদন দেওয়া উচিত নয় । রানার সেলিব্রিটি ভাবমূর্তিকে কাজে লাগিয়ে BJP ভারতীয় ভোটারদের বিভ্রান্ত করছে । "

Last Updated : Apr 30, 2019, 6:37 AM IST

ABOUT THE AUTHOR

...view details