পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

মুম্বইয়ে ছেঁড়া 10 টাকার নোট নিয়ে বচসা, খুন - Mumbai

ঘটনার পর পালিয়ে যায় অভিযুক্ত সোনিলাল । গতকাল তাকে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে গ্রেপ্তার করা হয় । তাকে আদালতে পেশ করা হলে বিচারক 29 জুন পর্যন্ত পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন ।

মুম্বইয়ে ছেঁড়া 10 টাকার নোট নিয়ে বচসা, খুন

By

Published : Jun 26, 2019, 8:08 PM IST

দাদার, 26 জুন : 10 টাকার ছেঁড়া নোট দেওয়ায় সবজি বিক্রেতার হাতে খুন হল এক ব্যক্তি । মুম্বইয়ের দাদার এলাকার ঘটনা । অভিযুক্ত যুবকের নাম সোনিলাল সুখদেব মাহাত (25) । তাকে গ্রেপ্তার করা হয়েছে ।

সোমবার সন্ধ্যায় হানিফ মহম্মদ আসলাম সিদ্দিকি (35) নামে এক ব্যক্তি দাদারে সবজি কিনতে গেছিলেন । সোনিলালের দোকান থেকে তিনি সবজি কেনেন । সবজি কেনার পর হানিফ একটি 10 টাকার ছেঁড়া নোট সোনিলালকে দেন । তবে নোটটি সে নিতে চায়নি । ছেঁড়া নোট নিয়ে দুজনের মধ্যেই বচসা শুরু হয় । বচসা চরমে উঠলে সোনিলাল একটি ছুরি দিয়ে হানিফকে আঘাত করে । ছুরির আঘাতে তাঁর বুকে ও কানে গুরুতর চোট লাগে ।

জখম অবস্থায় হানিফকে মুম্বইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে তাঁর মৃত্যু হয় । ঘটনার পর পালিয়ে যায় অভিযুক্ত সোনিলাল । গতকাল তাকে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে গ্রেপ্তার করা হয় । তাকে আদালতে পেশ করা হলে বিচারক 29 জুন পর্যন্ত পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details