পুরুলিয়া, 4 জুন : ব্যারাকপুর , দুর্গাপুরের পর এবার পুরুলিয়া । অর্জুন সিংয়ের হোয়াটসঅ্যাপ নম্বর সহ একটি আবেদন পোস্ট ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। সেই আবেদনে লেখা, 'যদি তৃণমূল কংগ্রেসকে ভালোবেসে থাকেন তাহলে অর্জুন সিংকে জয় হিন্দ, জয় বাংলা ও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মেসেজ লিখে পাঠান ।' এই ঘটনার তীব্র নিন্দা করেছে পুরুলিয়া জেলার BJP নেতৃত্ব ।
অর্জুনের হোয়াটসঅ্যাপে "মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মেসেজ" অভিযুক্ত তৃণমূল - BJOP
হোয়াটসঅ্যাপে অর্জুন সিংয়ের পার্সোনাল ফোন নম্বর লিক করে তাঁকে জয় হিন্দ, জয় বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ লিখে মেসেজ পাঠানোর আবেদন জানানো হয়েছে । এই ঘটনার তীব্র নিন্দা করেছে পুরুলিয়ার BJP নেতৃত্ব ।
প্রসঙ্গত, "জয় শ্রীরাম" স্লোগানকে কেন্দ্র করে বাংলার রাজনৈতিক মহলে এখন বিতর্ক তুঙ্গে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্লোগান শুনে মেজাজ হারিয়েছেন একাধিকবার । এই নিয়ে সোশাল মিডিয়ায় তাঁকে ট্রোলও করা হয়েছে । নবনির্বাচিত BJP সাংসদ অর্জুন সিং ও তাঁর অনুগামীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে 10 লাখ "জয় শ্রীরাম" লেখা পোস্টকার্ড পাঠানোর কাজ শুরু করেছেন ।
BJP-র অভিযোগ, অর্জুনের এই উদ্যোগের প্রতিবাদে পালটা তৃণমূল কংগ্রেস তাঁর পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বর সোশাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে । পাশাপাশি সেই নম্বরে জয় হিন্দ, জয় বাংলা ও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মেসেজ লিখে পাঠানোর জন্য সবাইকে আবেদন করেছে ।
পুরুলিয়ার BJP জেলা সাধারণ সম্পাদক বিবেক রাঙা বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় জয় শ্রীরাম শুনলে গ্রেপ্তার করছেন । তাই তাঁকে জয় শ্রীরাম লেখা পোস্টকার্ড পাঠানো হয়েছে । কিন্তু BJP জয় হিন্দ, জয় বাংলা শুনে খুশি হয় । অর্জুন সিং এই মেসেজ পেয়ে খুশি হবেন । তৃণমূল BJP-র কপি করছে ।"