পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

অর্জুনের হোয়াটসঅ্যাপে "মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মেসেজ" অভিযুক্ত তৃণমূল

হোয়াটসঅ্যাপে অর্জুন সিংয়ের পার্সোনাল ফোন নম্বর লিক করে তাঁকে জয় হিন্দ, জয় বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ লিখে মেসেজ পাঠানোর আবেদন জানানো হয়েছে । এই ঘটনার তীব্র নিন্দা করেছে পুরুলিয়ার BJP নেতৃত্ব ।

অর্জুন সিং

By

Published : Jun 4, 2019, 12:07 PM IST

Updated : Jun 4, 2019, 3:04 PM IST

পুরুলিয়া, 4 জুন : ব্যারাকপুর , দুর্গাপুরের পর এবার পুরুলিয়া । অর্জুন সিংয়ের হোয়াটসঅ্যাপ নম্বর সহ একটি আবেদন পোস্ট ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। সেই আবেদনে লেখা, 'যদি তৃণমূল কংগ্রেসকে ভালোবেসে থাকেন তাহলে অর্জুন সিংকে জয় হিন্দ, জয় বাংলা ও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মেসেজ লিখে পাঠান ।' এই ঘটনার তীব্র নিন্দা করেছে পুরুলিয়া জেলার BJP নেতৃত্ব ।

প্রসঙ্গত, "জয় শ্রীরাম" স্লোগানকে কেন্দ্র করে বাংলার রাজনৈতিক মহলে এখন বিতর্ক তুঙ্গে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্লোগান শুনে মেজাজ হারিয়েছেন একাধিকবার । এই নিয়ে সোশাল মিডিয়ায় তাঁকে ট্রোলও করা হয়েছে । নবনির্বাচিত BJP সাংসদ অর্জুন সিং ও তাঁর অনুগামীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে 10 লাখ "জয় শ্রীরাম" লেখা পোস্টকার্ড পাঠানোর কাজ শুরু করেছেন ।

হোয়াটসঅ্যাপে এই মেসেজই করা হচ্ছে

BJP-র অভিযোগ, অর্জুনের এই উদ্যোগের প্রতিবাদে পালটা তৃণমূল কংগ্রেস তাঁর পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বর সোশাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে । পাশাপাশি সেই নম্বরে জয় হিন্দ, জয় বাংলা ও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মেসেজ লিখে পাঠানোর জন্য সবাইকে আবেদন করেছে ।

পুরুলিয়ার BJP জেলা সাধারণ সম্পাদক বিবেক রাঙা বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় জয় শ্রীরাম শুনলে গ্রেপ্তার করছেন । তাই তাঁকে জয় শ্রীরাম লেখা পোস্টকার্ড পাঠানো হয়েছে । কিন্তু BJP জয় হিন্দ, জয় বাংলা শুনে খুশি হয় । অর্জুন সিং এই মেসেজ পেয়ে খুশি হবেন । তৃণমূল BJP-র কপি করছে ।"

Last Updated : Jun 4, 2019, 3:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details