পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

আগ্নোয়াস্ত্র দেখিয়ে হুমকি , দুষ্কৃতীকে পেটালেন বাসিন্দারা - লিলুয়া

লিলুয়ার ভাগাড় এলাকায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেয় এক দুষ্কৃতী ৷ এরপরই জনগণের মারধর চলে তার উপর ৷

প্রতিকী ছবি

By

Published : Aug 18, 2019, 2:21 PM IST

লিলুয়া , 18 জুলাই : মদ খেয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ায় জনতা এক দুষ্কৃতীকে পেটাল৷ ঘটনাটি লিলুয়ার ভাগাড় এলাকার ৷ দুষ্কৃতীর নাম বাচ্চু পাসওয়ান ৷ আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

এই সংক্রান্ত আরও পড়ুন : স্বেচ্ছামৃত্যুর আবেদনের খবরের জেরে আসছে সাহায্য, কিছুটা স্বস্তি বন্দ্যোপাধ্যায় পরিবারে

পুলিশ সূত্রে খবর , বাচ্চু অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত ৷ অভিযোগ, গতকাল সন্ধেয় মদ খেয়ে সে ভাগাড় এলাকায় যায় ৷ সেখানে সে লোকজনকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দিতে থাকে ৷ তখন তাকে ধরে পেটাতে থাকে স্থানীয়রা ৷ আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে লিলুয়া থানার পুলিশ ৷ তাকে হাওড়া সদর হাসপাতালে ভরতি করা হয় ৷

ঘটনার তদন্ত শুরু করেছে লিলুয়া থানার পুলিশ ৷ কিভাবে বাচ্চুর কাছে আগ্নেয়াস্ত্র এলো তা খতিয়ে দেখা হচ্ছে৷

ABOUT THE AUTHOR

...view details