দিল্লি, 2 জুলাই : বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে ফের তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উপত্যকায় শান্তি বিঘ্নিত করে নিজের পরিবারকে সুরক্ষিত রাখে বিচ্ছিন্নতাবাদীরা, রাজ্যসভায় এমনটাই অভিযোগ করলেন শাহ। তিনি বলেন "আমার কাছে সম্পূর্ণ তালিকা আছে, তবে আমি তাঁদের নাম উল্লেখ করব না । শাহের কথায়, ''বিচ্ছিন্নতাবাদীরা উপত্যকায় স্কুল বন্ধ করে দেওয়ার জন্য বাচ্চাদের হাতে পাথর তুলে দিচ্ছে, কিন্তু নিজের সন্তানকে তাঁরা উচ্চশিক্ষার জন্য বিদেশে পড়তে পাঠাচ্ছে, সুরক্ষিত রাখছে তাঁদের।"
উপত্যকার স্কুল বন্ধ রেখে নিজের সন্তানকে বিদেশে পড়াচ্ছে বিচ্ছিন্নতাবাদীরা : অমিত শাহ
''বিচ্ছিন্নতাবাদীরা উপত্যকায় স্কুল বন্ধ করে দেওয়ার জন্য বাচ্চাদের হাতে পাথর তুলে দিচ্ছে, কিন্তু নিজের সন্তানকে তাঁরা উচ্চশিক্ষার জন্য বিদেশে পড়তে পাঠাচ্ছে, সুরক্ষিত রাখছে তাঁদের।"-বিচ্ছিন্নতাবাদীদের উদ্দেশ্যে অমিত শাহ
তিনি আরও বলেন, 130 জন বিছিন্নতাবাদী নেতাদের পরিবারের সন্তান বিদেশের স্কুল-কলেজে পড়াশোনা করছে। কেউ কেউ বিদেশে চাকরিও করছে। " অমিতের দাবি, একজন বিছিন্নতাবাদী নেতার ছেলে সৌদি আরবে প্রতি মাসে 30 লক্ষ টাকা বেতন পান।
লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হয়েছে জম্মু ও কাশ্মীর সংক্রান্ত দুটি বিল। এরপরই সোমবার রাজ্যসভায় বিছিন্নতাবাদীদের উদ্দেশ্য করে কড়া বার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।
উল্লেখ্য, সোমবার রাজ্যসভায় পেশ হয় জম্মু কাশ্মীর সংরক্ষণ (সংশোধনী) বিল । বিল দুটি পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । দুটি বিলেই সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। গত বছর জুনে জম্মু ও কাশ্মীরে PDP-এর সঙ্গে জোট ভেঙে দেয় BJP । জারি হয় রাজ্যপালের শাসন । 19 ডিসেম্বর সেই মেয়াদ শেষ হওয়ার পরদিন থেকে জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারি হয় । গত বছর জুনে জম্মু ও কাশ্মীরে PDP-এর সঙ্গে জোট ভেঙে দেয় BJP । এরপর রাজ্যপালের শাসন জারি হয় । 19 ডিসেম্বর সেই মেয়াদ শেষ হওয়ার পরদিন থেকে রাজ্যে জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারি হয় । একাধিক মহলের ধারণা ছিল, লোকসভা নির্বাচনের সঙ্গে সে রাজ্যে বিধানসভা ভোট হবে । কিন্তু, লোকসভা ভোট হলেও বিধানসভা ভোট হয়নি । এরপর 28 জুন লোকসভায় রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী।