পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

পুজোর আগেই শিলিগুড়ি আসতে পারেন অমিত শাহ

লক্ষ্য বিধানসভা নির্বাচন । পুজোর আগেই শিলিগুড়ি আসার সম্ভাবনা অমিত শাহের । তবে, ঠিক কবে আসবেন বা কোথায় বৈঠক করবেন তা এখনও চূড়ান্ত হয়নি । BJP সূত্রে খবর, চলতি মাসের 16, 17 তারিখ নাগাদ আসতে পারেন । শিলিগুড়িতে বৈঠক হতে পারে ।

Amit saha
Amit saha

By

Published : Oct 7, 2020, 12:18 PM IST

শিলিগুড়ি, 7 অক্টোবর : লক্ষ্য 2021-এর বিধানসভা নির্বাচন । তার আগে উত্তরবঙ্গের জেলাগুলিতে BJP-র শক্তি ঠিক কতটা তা নিজেই যাচাই করতে পুজোর আগেই শিলিগুড়ি আসতে পারেন অমিত শাহ । BJP সূত্রে খবর, অক্টোবর মাসের 16, 17 তারিখ শিলিগুড়িতেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলার প্রত্যেকটি বুথের কর্মীদের নিয়ে সম্মেলন করতে পারেন তিনি ।

BJP-র লক্ষ্য বিধানসভা নির্বাচনে ভালো ফল করা । সেই লক্ষ্যেই উত্তরবঙ্গে সংগঠনে বাড়তি নজর দিচ্ছে দল । প্রতি মাসেই একাধিকবার জেলায় জেলায় সফরে আসছেন রাজ্যে দলের সর্বোচ্চ নেতৃত্ব । বুথ ভিত্তিক সংগঠন গড়ে উঠেছে কি না সে সব নিয়ে প্রতিনিয়ত জেলা সভাপতিদের তরফ থেকে নানা রিপোর্ট দিয়ে পাঠানো হচ্ছে দিল্লিতে । এই পরিস্থিতিতে সেইসব রিপোর্টের পাশাপাশি এবার গ্রাউন্ড জ়িরোয় বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে শিলিগুড়ি আসতে পারেন অমিত শাহ ।

BJP সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়িতে থেকে উত্তরবঙ্গের জেলাগুলির নেতৃত্ব এবং প্রত্যেকটি বুথের কর্মীদের সঙ্গে সভা করতে পারেন তিনি । উত্তরবঙ্গের প্রতিটি জেলাতেই একাধিক সাংসদ BJP-র টিকিটে নির্বাচিত হয়েছেন । ফলে উত্তরবঙ্গে বিধানসভা নির্বাচনে সমস্ত আসনে জয়ী হওয়ার চেষ্টা করছে BJP । কিন্তু শাসকদলের বিরুদ্ধে লড়াই করতে হলে নির্বাচনের সময় বুথ ভিত্তিক সংগঠন গড়ে তোলা সবচেয়ে জরুরি । ইতিমধ্যে দলের তরফে প্রত্যেকটি বুথের কর্মীদের তালিকা দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে । নির্দিষ্ট কোন বুথে কোন কর্মী মাটি কামড়ে পড়ে থাকবেন সে সব খুঁটিনাটি তালিকা পাঠানো হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে । ভোটের দিন BJP-র বুথ কারা সামলাবেন সেসব তালিকা প্রতিনিয়ত আপডেট করা হচ্ছে । কিন্তু এই প্রক্রিয়াটা চালাতে জেলা নেতৃত্ব ও বুথ কর্মীরা কতটা প্রস্তুত তা খতিয়ে দেখতে চাইছেন দিল্লির নেতারা । পাশাপাশি ওই কর্মীদের মনোবল চাঙ্গা করতে সরাসরি তাঁদের সঙ্গে কথা বলতেও চান কেন্দ্রীয় নেতৃত্ব । ফলে চলতি মাসের তৃতীয় সপ্তাহে পুজোর আগেই উত্তরবঙ্গে এসে কর্মীদের সঙ্গে বৈঠক করার সম্ভাবনা রয়েছে অমিত শাহর ।

BJP মনে করছে এই বৈঠক হলে, একদিকে যেমন রাজ্যের BJP কর্মীরা বাড়তি অক্সিজেন পাবেন, তেমনি উত্তরবঙ্গে BJP-র নির্বাচনী প্রচার আরও তুঙ্গে নিয়ে যাওয়া যাবে । তবে এই বৈঠক কোথায় হবে এবং ঠিক কবে আসবেন অমিত শাহ, সে সব খুঁটিনাটি এখনও চূড়ান্ত করা হয়নি ।

দার্জিলিং জেলা BJP সভাপতি প্রবীণ আগরওয়াল জানান, COVID পরিস্থিতিতে সভা হবে । ফলে বিভিন্ন বিষয় মাথায় রাখতে হবে । হাতে সময় কম রয়েছে । অমিত শাহের সভার জন্য আমরা বিভিন্ন পরিকল্পনা করেছি । দিনক্ষণ চূড়ান্ত হলে খুব শর্ট নোটিসে দলীয় কর্মী এবং জেলায় জেলায় নেতৃত্বকে জানিয়ে দেওয়া হবে । কবে কোথায় সভা হবে তা চূড়ান্ত হলেই জানিয়ে দেওয়া হবে ।

ABOUT THE AUTHOR

...view details