পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

দুপুরে বুথে এসে শুনলেন, "ভোট হয়ে গেছে" ! - presiding officer

মালদা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১৬৩ নম্বর বুথে ভোট দিতে এসে এক ভোটার দেখেন তাঁর ভোট দেওয়া হয়ে গেছে। এই ঘটনায় ছাপ্পা ভোটের অভিযোগ তুলে কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে BJP।

অপর্ণা দাস

By

Published : Apr 23, 2019, 7:34 PM IST

Updated : Apr 23, 2019, 7:53 PM IST

মালদা, 23 এপ্রিল : দুপুরের কাজকর্ম সেরে বুথে এসেছিলেন ভোট দিতে। কিন্তু বুথে এসে জানতে পারলেন, তাঁর ভোট দেওয়া হয়ে গেছে ৷ হাতে কালি নেই, তাহলে ভোট দিলেন কীভাবে ? বুথের প্রিজ়াইডিং অফিসারকে প্রশ্ন করেন অপর্ণা দাস ৷ তিনি বলেন, "আমি বারবার প্রিজ়াইডিং অফিসারকে বলি, আমি ভোট দিইনি ৷ হাতে কালি নেই ৷ অথচ প্রিজ়াইডিং অফিসার বলেন, ভোট হয়ে গেছে ৷ আমি আর ভোট দিতে পারব না ৷" অপর্ণাদেবীর ঘটনা জানতে পেরে অ্যাপসের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছে BJP ৷ তাদের অভিযোগ তৃণমূল এই কাজ করেছে ৷ যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব ৷ ঘটনাটি মালদা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১৬৩ নম্বর বুথের ৷

ভিডিয়োয় শুনুন অমিতকুমার হালদারের বক্তব্য

পুরাতন মালদার রসিলাদহ এলাকায় ১৬৩ নম্বর বুথ ৷ এই বিষয়ে, পুরাতন মালদা ব্লকের BJP সম্পাদক অমিতকুমার হালদার বলেন, "ওই মহিলা বিকেলের দিকে বুথে ভোট দিতে যান ৷ তাঁর কাছে ভোটার কার্ড ও স্লিপ দুইই ছিল ৷ কিন্তু প্রিজ়াইডিং অফিসার তাঁকে জানান, তাঁর ভোট দেওয়া হয়ে গেছে ৷ আমাদের মনে হয় ওই বুথে ছাপ্পা ভোট দেওয়া হচ্ছে ৷ এলাকার তৃণমূল নেতা মামুন সেখানে ছাপ্পা ভোট দিচ্ছে ৷ গোটা বিষয়টি নিয়ে আমরা নির্বাচন কমিশনে অ্যাপস মারফত অভিযোগ জানিয়েছি ৷ অভিযোগ জানানো হয়েছে সেক্টর অফিসারকেও ৷"

যদিও তাঁদের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন স্থানীয় তৃণমূল নেতা মহম্মদ জাফিরুল ইসলাম ৷ তাঁর বক্তব্য, সকাল থেকে সমস্ত দলের এমন কী নির্দল প্রার্থীর পোলিং এজেন্টরাও ওই বুথে ছিলেন ৷ তাঁরা সবাইকে সহযোগিতা করেছেন ৷ এখন হেরে যাওয়ার ভয়ে এই ভিত্তিহীন অভিযোগ আনা হচ্ছে ৷

Last Updated : Apr 23, 2019, 7:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details