কলকাতা, 4 অক্টোবর : রাস্তার দু'ধারে বেআইনি পার্কিংয়ের অভিযোগ জানিয়ে ফোন টক টু অ্যাডমিনিস্ট্রেটরের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমকে । গড়িয়ায় ই এম বাইপাসের দু'ধারে লরি, বাস বেআইনিভাবে পার্ক করা থাকে । এদিন স্থানীয় এক বাসিন্দা ফোন করে অভিযোগ করেন, পুলিশের মদতে বেআইনিভাবে এই পার্কিং চলছে । এইভাবে রাস্তার দু'ধারে বড় বড় ট্রাক, লরি, বাস দাঁড়িয়ে থাকার ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে । পাশেই স্কুল রয়েছে । বাচ্চারা যাতায়াত করে । এভাবে রাস্তার দু'ধারে বড় বড় গাড়ি দাঁড়িয়ে থাকায় তাঁদের নিরাপত্তায় সমস্যা তৈরি হচ্ছে ।
গড়িয়ায় ক্ষুদিরাম মেট্রো স্টেশন এলাকায় ঢালাই ব্রিজ থেকে কামালগাছি মোড় পর্যন্ত ছয় লেনের রাস্তা দখল করে লরি, বাস দাঁড়িয়ে থাকে । এদিন টক টু অ্যাডমিনিস্ট্রেটরে স্থানীয় এক বাসিন্দা ফোন করে বলেন, "এলাকায় বাচ্চাদের একটি স্কুল রয়েছে । এইভাবে রাস্তার দু'ধার দখল করে গাড়ি দাঁড়িয়ে থাকায় রাস্তা সংকীর্ণ হয়ে গেছে । ফলে যাতায়াতে সমস্যা হচ্ছে ।" তিনি অভিযোগ করেন, পুলিশকে জানিয়েও এই সমস্যার কোনও সমাধান হয়নি ।