ক্ষীরপাই, 9 জুলাই : আমফান ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতিতে এবার নাম জড়ালো পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ক্ষীরপাই পৌরসভার । অভিযোগ, পৌরসভার বর্তমান প্রশাসক থেকে কর্মী, এমনকী শাসকদলের একাধিক নেতা-কর্মীর আত্মীয়রের নাম রয়েছে পৌরসভার তৈরি আমফানে ক্ষতিগ্রস্তদের তালিকায় ।
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের ক্ষীরপাই পৌরসভার বর্তমান প্রশাসক দুর্গাশঙ্কর পানের বিরুদ্ধে অভিযোগ, তাঁর বাড়িতে থাকা পরিচারিকার নাম রয়েছে আমফানে আংশিক ক্ষতিগ্রস্তদের তালিকায় । অপরদিকে পৌরসভার প্রধান করণিক কিঙ্কর চক্রবর্তী ও তাঁর ভাই শুভঙ্কর চক্রবর্তী-সহ একাধিক ব্যক্তির নাম আমফানের ক্ষতিগ্রস্তদের তালিকায় রয়েছে বলে অভিযোগ । কেউ আংশিক, কেউ কেউ সম্পূর্ণ ক্ষতিগ্রস্তদের তালিকায় থেকে ইতিমধ্যে টাকাও পেয়ে গেছেন বলে অভিযোগ । আরও অভিযোগ পৌরসভার তালিকায় 97 জন সম্পূর্ণ ক্ষতিগ্রস্তের নাম রয়েছে যাঁদের অধিকাংশেরই পাকা বাড়ি রয়েছে কিংবা সরকারি বাড়ি পেয়েছেন ।