পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

আমফানের ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির অভিযোগ এবার ক্ষীরপাই পৌরসভায়

ক্ষীরপাই পৌরসভার বর্তমান প্রশাসক দূর্গাশঙ্কর পানের বিরুদ্ধে অভিযোগ ক্ষতিগ্রস্তদের তালিকায় তাঁর বাড়িতে থাকা পরিচারিকার নাম রয়েছে । নাম রয়েছে পৌরসভার প্রধান করণিক কিঙ্কর চক্রবর্তী ও তাঁর ভাই শুভঙ্কর চক্রবর্তী-সহ একাধিক ব্যক্তির । যদিও ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি নিয়ে দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিয়েছেন শাসক দলের নেতারা ।

Amphan scam
Amphan scam

By

Published : Jul 9, 2020, 7:37 PM IST

ক্ষীরপাই, 9 জুলাই : আমফান ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতিতে এবার নাম জড়ালো পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ক্ষীরপাই পৌরসভার । অভিযোগ, পৌরসভার বর্তমান প্রশাসক থেকে কর্মী, এমনকী শাসকদলের একাধিক নেতা-কর্মীর আত্মীয়রের নাম রয়েছে পৌরসভার তৈরি আমফানে ক্ষতিগ্রস্তদের তালিকায় ।

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের ক্ষীরপাই পৌরসভার বর্তমান প্রশাসক দুর্গাশঙ্কর পানের বিরুদ্ধে অভিযোগ, তাঁর বাড়িতে থাকা পরিচারিকার নাম রয়েছে আমফানে আংশিক ক্ষতিগ্রস্তদের তালিকায় । অপরদিকে পৌরসভার প্রধান করণিক কিঙ্কর চক্রবর্তী ও তাঁর ভাই শুভঙ্কর চক্রবর্তী-সহ একাধিক ব্যক্তির নাম আমফানের ক্ষতিগ্রস্তদের তালিকায় রয়েছে বলে অভিযোগ । কেউ আংশিক, কেউ কেউ সম্পূর্ণ ক্ষতিগ্রস্তদের তালিকায় থেকে ইতিমধ্যে টাকাও পেয়ে গেছেন বলে অভিযোগ । আরও অভিযোগ পৌরসভার তালিকায় 97 জন সম্পূর্ণ ক্ষতিগ্রস্তের নাম রয়েছে যাঁদের অধিকাংশেরই পাকা বাড়ি রয়েছে কিংবা সরকারি বাড়ি পেয়েছেন ।

এ বিষয়ে ক্ষীরপাই পৌরসভার বর্তমান প্রশাসক দুর্গাশঙ্কর পান বলেন, “ এমন কোনও তালিকা নেই । আমরা একটা তালিকা তৈরি করে মহকুমা শাসকের দপ্তরে পাঠাই । এমনকী মহকুমা শাসককে আবেদনও করেছিলাম যাতে তদন্ত করে সব খতিয়ে দেখে প্রকৃত ক্ষতিগ্রস্তরা টাকা পায় । যদি এমনটা হয়ে থাকে খতিয়ে দেখা হবে । ” যদিও তাঁর এই দাবি উড়িয়ে দিয়েছেন ঘাটালের মহকুমা শাসক অসীম পাল । এই ব্যাপারে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “পৌরসভার চেয়ারম্যান একটি লিস্ট পাঠান । আমি সেই লিস্ট জেলায় পাঠিয়ে দিই ।” যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি ।

অন্যদিকে আমফানের ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির অভিযোগে শাসকদলের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী শিবির। CPI(M)-র তরফে পৌরসভা চত্বরে পোস্টার সাঁটানো হয়েছে । BJP-র তরফে গতকাল পৌরসভার সামনে বিক্ষোভ দেখানো হয় । ডেপুটেশন জমা দেওয়া হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details