পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

ক্যানিংয়ে অমিত শাহর সভার অনুমতি বাতিলের অভিযোগ

শেষ দফা নির্বাচনের আগে ক্যানিং ও বারুইপুরে দুটি সভা করার কথা অমিত শাহর । কিন্তু, হেলিকপ্টার নামার অনুমতি পেলেও সভার অনুমতি প্রশাসন বাতিল করে দিয়েছে বলে অভিযোগ BJP নেতৃত্বের ।

AMIT

By

Published : May 12, 2019, 10:14 AM IST

Updated : May 12, 2019, 10:29 AM IST

ক্যানিং, 12 মে : ক্যানিংয়ে অমিত শাহের সভা নিয়ে অনিশ্চয়তা দেখা গেল । অভিযোগ, হেলিকপ্টার নামার অনুমতি থাকলেও সভার অনুমতি দেয়নি প্রশাসন ।

ক্যানিংয়ে অমিত শাহর সভার জন্য পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ দক্ষিণ 24 পরগনার জেলা BJP নেতৃত্ব । কয়েকদিন ধরেই অমিত শাহর সভা নিয়ে প্রস্তুতি চলছিল । প্রথমে প্রশাসনের তরফে অনুমতি দেওয়া হলেও পরে তা বাতিল করে দেওয়া হয়েছে বলে অভিযোগ । শেষ দফা নির্বাচনের আগে ক্যানিং এবং বারুইপুরে দুটি নির্বাচনী জনসভা করার কথা আছে BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহর । সভার অনুমতির জন্য জেলা BJP-র তরফে প্রশাসনের কাছে আবেদন করা হয়েছিল । এই আবেদন অনুযায়ী হেলিকপ্টার নামার অনুমতির পাশাপাশি প্রাথমিকভাবে সভার অনুমতি দিয়েছিল প্রশাসন । কিন্তু গতরাতে প্রশাসনের পক্ষ থেকে সভার অনুমতি বাতিল করা হয় বলে জানা গেছে ।

শুনুন বক্তব্য়

স্থানীয় BJP নেতৃত্বের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই অমিত শাহর সভা বাতিল করতে চাইছে তৃণমূল কংগ্রেস । সেজন্যই সভার অনুমতি একবার দেওয়ার পরও বাতিল করা হয়েছে । তবে BJP নেতৃত্ব জানিয়েছে, যে কোনও মূল্যেই ক্যানিংয়ে অমিত শাহর সভা হবে ।

Last Updated : May 12, 2019, 10:29 AM IST

ABOUT THE AUTHOR

...view details