পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

বায়ুসেনার ভেঙে পড়া বিমানের 13 যাত্রীর দেহ ও ব্ল্যাক বক্স উদ্ধার

3 জুন বিমানটি নিখোঁজ হয়ে যায় । তারপর মঙ্গলবার বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার হয় ।

By

Published : Jun 13, 2019, 7:53 PM IST

ঘটনাস্থান

দিল্লি, 13 জুন : ভারতীয় বায়ুসেনার AN-৩২ বিমান দুর্ঘটনায় 13 জনেরই মৃত্যু হয়েছে । তাঁদের সবার দেহ উদ্ধার হয়েছে । উদ্ধার হয়েছে বিমানটির ব্ল্যাক বক্সও ।

3 জুন বেলা 12টা 25 মিনিটে অসমের যোরহাট থেকে ভারতীয় বায়ুসেনার অ্যান্টোনোভ An-32 বিমানটি ছেড়েছিল । বিমানটিতে যাত্রী ছিল 13 জন । সেটির গন্তব্য ছিল অরুণাচল প্রদেশের মেচুকার মিলিটারি ল্যান্ডিং স্ট্রিপ । দুপুর একটার সময় বিমানটির সঙ্গে শেষবার যোগাযোগ করেছিল এয়ার ট্রাফিক কন্ট্রোল । তারপর বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল । মঙ্গলবার অরুণাচলের সিয়াং জেলার পায়ুম সার্কেলে বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার হয় । এরপর আজ দুর্ঘটনাস্থান থেকে 13 জনেরই দেহ উদ্ধার করা হয় । হেলিকপ্টারে করে মৃতদেহগুলি আনা হচ্ছে ।

বায়ুসেনার তরফে মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইট করা হয়েছে । লেখা হয়, "যোদ্ধাদের শ্রদ্ধা জানাচ্ছে ভারতীয় বায়ুসেনা । "

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details