কলকাতা, 20 মে : এগজ়িট পোল মানলে NDA-র ফের একবার ক্ষমতায় আসা সময়ের অপেক্ষা । যদিও বিরোধীরা গুরুত্ব দিতে চান না বুথ ফেরত সমীক্ষাকে । এই অবস্থায় গোপনে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা সেরে নিতে চাইছেন আঞ্চলিক দলগুলির নেতা-নেত্রীরা । আজ দুপুরে মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করতে আসছেন চন্দ্রবাবু নাইডু । রেজ়াল্টের আগে দু'জনের সাক্ষাৎ যে শুধুমাত্র 'সৌজন্য'-এর খাতিয়ে নয় তা বলাই বাহুল্য । গটবন্ধন করতে উদ্যোগী হয়েছিলেন এই দু'জনই । সাথে ছিলেন অখিলেশ, মায়াবতীরা । উত্তরপ্রদেশ নিয়ে বেশ চিন্তিত একাধিক মহল । সমীক্ষা বলছে, 50-র উপর আসন যাচ্ছে BJP-র দখলে । এসব নিয়ে ভাবছেন না অখিলেশ স্বয়ং । মায়াবতীর সঙ্গে জোট বেঁধেছেন । তিনি আশাবাদী জোট 50-র বেশি আসন পাবে । সূত্রের খবর, আজ মমতাকে ফোন করে আশ্বস্তও করেন সমাজবাদী পার্টি সুপ্রিমো ।
"50-র বেশি আসন মিলবে", মমতাকে চিন্তামুক্ত থাকতে বললেন অখিলেশ : সূত্র
সূত্রের খবর, আজ মমতাকে ফোন করে আশ্বস্তও করেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব ।
তৃণমূলের একটি বিশ্বস্ত সূত্রে খবর, আজ দুপুরের দিকে মমতাকে ফোন করেন অখিলেশ । আশ্বস্ত করেন, সপা-BSP জোট 50-এর বেশি আসন পাবে । এগজ়িট পোলকে মান্যতা দিতে চাননি তিনিও । মমতাকে বলেছেন, "উত্তরপ্রদেশে জোটই কাজ করবে ।" সার্বিকভাবে BJP কাজ করবে না বলেও জানিয়েছেন অখিলেশ ।
23 মে নির্বাচনের রেজ়াল্ট । আঞ্চলিক দলগুলি ভালো ফল করবে নিজেদের মধ্যে গটবন্ধন তৈরির সম্ভাবনা থাকবে । সেক্ষেত্রে অবশ্য NDA-কে সংখ্যাগরিষ্ঠতা পেলে চলবে না । BJP নেতৃত্ব অবশ্য বলছে, "সেসবই স্বপ্নাতীত । ফের একবার, ক্ষমতায় আসছে মোদি সরকার।"