কলকাতা, 9 অক্টোবর : এবার কোরোনায় আক্রান্ত হলেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী । তিনি হোম আইসলেশনে রয়েছেন । তাঁর স্ত্রী-ও কোরোনায় আক্রান্ত হয়েছেন । সোমবার থেকে তাঁর চিকিৎসা চলছে এম আর বাঙুর হাসপাতালে ।
কোরোনা আক্রান্ত রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা - Health officer
কোরোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে রয়েছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ।
![কোরোনা আক্রান্ত রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা Covid 19](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-03:36:46:1602238006-wb-kol-04-dhs-of-dept-of-health-govt-of-wb-tested-covid-19-positive-copy-7203421-08102020204011-0810f-03127-183.jpg)
Covid 19
স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, গতকাল স্বাস্থ্য অধিকর্তার কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে । তারপর থেকেই তিনি হোম আইসোলেশনে রয়েছেন । তাঁর স্ত্রীর কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসার পর তাঁরও পরীক্ষা করানো হয় ।
স্বাস্থ্য অধিকর্তার সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গিয়েছে ।