দিল্লি, 13 সেপ্টেম্বর : বাদল অধিবেশন শুরুর আগেই অ্যামেরিকায় রুটিন চেক আপে গেলেন সোনিয়া গান্ধি । কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী 15দিন সেখানে থাকবেন । তাঁর সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধিও ।
বাদল অধিবেশনের শুরুতে অনুপস্থিত, অ্যামেরিকায় রুটিন চেক আপে সোনিয়া - monsoon session 2020
আগামীকাল থেকে শুরু হচ্ছে বাদল অধিবেশন । তার আগে অ্যামেরিকায় রুটিন চেক আপে গেলেন সোনিয়া গান্ধি ।
14 সেপ্টেম্বর থেকে শুরু হবে বাদল অধিবেশন । তার আগে গতকাল অ্যামেরিকা গেলেন সোনিয়া । সেখানে 15দিন থাকবেন । অর্থাৎ বাদল অধিবেশনের অধিকাংশ দিন উপস্থিত থাকতে পারবেন না সোনিয়া । যদিও কংগ্রেসের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি । তবে রাহুল ফিরতে পারেন এক সপ্তাহের মধ্যেই এবং বাদল অধিবেশনে অংশও নিতে পারেন । তাঁদের অ্যামেরিকা যাওয়া প্রসঙ্গে টুইট করে জানিয়েছেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা ।
সুরজেওয়ালা গতকাল লেখেন, "কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি আজ রুটিন চেক-আপের জন্য অ্যামেরিকা যাচ্ছেন । তাঁর আগেই যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু প্যানডেমিকের জন্য পিছিয়ে যায় । রাহুল গান্ধিও তাঁর সঙ্গে গিয়েছেন ।” সম্প্রতি কংগ্রেসে বড়সড় রদবদল ঘটিয়েছেন সভানেত্রী । কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্যের তালিকায় পরিবর্তন হয়েছে । পাশাপাশি তৈরি হয়েছে একটি ছয় সদস্যের দল ।