পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

রক্তের বিনিময়ে সরস্বতী পুজো ? প্রতিশ্রুতি দিয়েও মিলল না অনুমতি - হাওড়া ময়দানের কাছে বেসরকারি স্কুল

হাওড়া ময়দানের কাছে এই বেসরকারি স্কুল । ছাত্ররা স্কুলে সরস্বতী পুজোর দাবি জানাচ্ছে বছরের শুরু থেকেই । যার নামে একাধিক প্রতিশ্রুতি দিয়েছে স্কুল কর্তৃপক্ষ । কিন্তু তার একটা রাখেনি বলে অভিযোগ তুলছে ছাত্ররা । গতকাল থেকে স্কুলের গেট আটকে বিক্ষোভ দেখাচ্ছে তারা ।

howrah
হাওড়া

By

Published : Jan 28, 2020, 2:32 PM IST

Updated : Jan 28, 2020, 7:21 PM IST

হাওড়া, 28 জানুয়ারি : রক্তের বিনিময়ে সরস্বতী পুজো । রক্তদান শিবিরে অংশ নিলেই স্কুলে মিলবে পুজোর অনুমতি ৷ এমনই প্রতিশ্রুতি দিয়েছিল স্কুল কর্তৃপক্ষ । 38 বছরে ধরে যে স্কুলে পুজো হয়নি কোনওদিন, সেখানে পুজো হবে ভেবে রক্তদান শিবিরে অংশ নেয় ছাত্ররা । কিন্তু প্রতিশ্রুতিই সার । সরস্বতী পুজোর দু'দিন আগে তারা জানতে পারে পুজোর অনুমতি দেয়নি কর্তৃপক্ষ । যার জেরে গতকাল থেকে স্কুলের গেট আটকে বিক্ষোভ দেখাচ্ছে ছাত্ররা ।

হাওড়া ময়দানের কাছে এই বেসরকারি স্কুল । ছাত্ররা স্কুলে সরস্বতী পুজোর দাবি জানাচ্ছে বছরের শুরু থেকেই । যার নামে একাধিক প্রতিশ্রুতি দিয়েছে স্কুল কর্তৃপক্ষ । কিন্তু প্রতিশ্রুতি রাখা হয়নি বলে অভিযোগ তুলছে ছাত্ররা । তাদের দাবি, স্কুল কর্তৃপক্ষের পয়সায় নয়, নিজেদের তোলা চাঁদাতেই পুজো করতে চায় তারা । কিন্তু কেন স্কুল অনুমতি দিচ্ছে না সেটা তারাও জানে না । এবিষয়ে স্কুলেরই এক ছাত্র জানায়, সরস্বতী পুজো হয় না এখানে । আমরা অনেক চেষ্টা করেছি পুজো করার । আমাদের ভয় দেখাচ্ছেন প্রিন্সিপাল । রক্তদান শিবিরে আমাদের থেকে রক্ত নেওয়ার সময় বলেছিল সরস্বতী পুজো করতে দেবে । কিন্তু এখন বলছে অনুমতি দেওয়া যাবে না । আমরা তাই বিক্ষোভ শুরু করেছি ।

দেখুন কী বলছে ছাত্ররা ও প্রিন্সিপাল..

এবিষয়ে স্কুলের প্রিন্সিপাল অমিতাভ দত্ত বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন । বলেন, ''স্কুলে চার হাজার ছেলে আছে, শিক্ষকরা আছেন । আমাদের সকলের সঙ্গে বসে তবে তো সিদ্ধান্ত নিতে হবে । কয়েকদিন আমাদের স্কুলে খুবই গুরুত্বপূর্ণ কাজ রয়েছে । 38 বছর কোনওদিন স্কুলে এমন ঘটনা ঘটেনি । এখন যখন আপনারা এসেছেন, এটা গুরুত্বপূর্ণ বিষয় । আমি দেখব বিষয়টি ।''

Last Updated : Jan 28, 2020, 7:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details