বালুরঘাট, ২২ এপ্রিল : প্রচারের সময়সীমা পার হওয়ার পরেও দলের উত্তরীয় পরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্পিতা ঘোষ নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে দেখা করলেন । এমন কী তাঁর গাড়িতেও দলীয় পতাকা লাগানো ছিল । এই ঘটনায় নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে সরব হয়েছে BJP। গতকাল এনিয়ে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ দায়ের করেছে BJP ।
রবিবার বিকেল ৫ টার পর বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে বালুরঘাট সার্কিট হাউজ়ে আসেন। তিনি নির্বাচন পরিস্থিতি নিয়ে রিটার্নিং অফিসার তথা জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করেন । এরপর তিনি সর্বদলীয় বৈঠক করেন । অভিযোগ, বৈঠকে অংশ নিতে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্পিতা ঘোষ দলীয় পতাকা লাগানো গাড়ি নিয়ে সার্কিট হাউজ়ে যান । এমন কী বৈঠকের সময় অর্পিতার গলায় দলীয় উত্তরীয় ছিল । প্রচারের সময়সীমা পার হওয়ার পরেও দলীয় পতাকা ও উত্তরীয় ব্যবহার করায় অর্পিতার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলেছে BJP । তাদের আরও অভিযোগ, সরকারি পরিচয়পত্র গলায় ঝুলিয়ে তৃণমূলের মিছিলে হেঁটেছেন জেলার লোকশিল্পীরা। তাদের হাতে ছোটো ছোটো ফেস্টুনও দেখা যায়।
প্রচারের সময়সীমা পার হলেও দলের উত্তরীয় ও পতাকা ব্যবহার অর্পিতার - balurghat
বালুরঘাটের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ প্রচারের সময়সীমা পার হয়ে গেলেও দলীয় পতাকা লাগানো গাড়ি ব্যবহার করেছেন এবং দলের উত্তরীয় পরেছেন। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলেছে BJP ।
এই কেন্দ্রের BJP প্রার্থী সুকান্ত মজুমদার বলেন, "এটা নির্বাচনী আচরণবিধি ভঙ্গের মধ্যে পড়ে । প্রচারের সময়সীমা পার হয়ে গেলে দলীয় পতাকা ও উত্তরীয় কোনও কিছুই ব্যবহার করা যায় না। অর্পিতা বালুরঘাটের সাংসদ ছিলেন । তিনি নতুন নন । তাঁর সব নিয়ম জানা উচিত । তিনি ইচ্ছাকৃতভাবেই এটা করে থাকতে পারেন । হয়তো তিনি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেই প্রচার করতে চাইছেন । এবিষয়ে নির্বাচন আধিকারিকের কাছে পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়েছে। তাঁকে ক্লোজ় করারও আবেদন করা হয়েছে ।"
এবিষয়ে অর্পিতার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি।