পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

বাবুল এলেন, উচ্ছ্বাসে ভাঙল সামাজিক দূরত্ব; ফ্ল্যাটে "না", গেলেন হোটেলে

আসানসোলে এলেন বাবুল । সাংসদকে দেখতে, তাঁর সঙ্গে কথা বলতে উপচে পড়ল ভিড় । বাবুল বলেন," জনপ্রতিনিধিদের মানুষের মাঝখানে গিয়ে কাজ করতে হবে তার কোনও মানে নেই । এই 6-8 মাসে আমরা শিক্ষা পেয়েছি পর্দার আড়ালে থেকেও অনেক কিছু করা যায় ।"

Babul supriyo at Asansol
Babul supriyo at Asansol

By

Published : Oct 5, 2020, 12:46 PM IST

আসানসোল, 5 অক্টোবর : দীর্ঘ লকডাউনের পর আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় তাঁর নিজের সংসদ এলাকায় এলেন । সাংসদকে দেখতে, তাঁর সঙ্গে কথা বলতে, সামাজিক দূরত্বকে বুড়ো আঙুল দেখিয়ে উপচে পড়ল ভিড় ।

আজ সকালে তিনি রাজধানী এক্সপ্রেসে আসানসোল স্টেশনে নামেন । স্টেশনে বাবুলকে দেখার জন্য ভিড় জমান সাধারণ মানুষ । সমস্ত সামাজিক দূরত্বের নিয়ম এদিন ভেঙে যায় । বাবুলকে একবার দেখার জন্য হুটোপুটি লেগে যায় । পরিস্থিতি সামাল দিতে নাকাল হয় RPF । স্টেশন চত্বর থেকে বেরোতেই বাবুলের সময় লেগে যায় প্রায় 45 মিনিট ।

এরপর কর্পোরেশন মোড়ে বাবুলের কনভয় দাঁড়িয়ে পড়ে । বাবুল গাড়ি থেকে নেমে পড়েন রাস্তার পাশের দোকানে চা খাওয়ার জন্য । সেখানে মাস্ক বিলি করেন তিনি ।

ETV ভারতের প্রতিনিধির মুখোমুখি হয়ে বাবুল বলেন " খুব ভালো লাগছে এতদিন পর এসে । কিন্তু আমার চারপাশটা দেখেই বুঝতে পারছেন সমস্ত নিয়ম ভেঙে গেছে । আমি দিল্লিতে থাকলেও আমার কাজ করে গেছি । কুমারপুর রেল ব্রিজ, ESI হাসপাতাল, জাতীয় সড়কের ধারে সার্ভিস রোডসহ অনেক কাজ হয়েছে । তাই আমি এলাকায় ঘুরলে এরকম হবে । সব জায়গায় সামাজিক দূরত্বের নিয়ম ভাঙবে, স্টেশনে যেভাবে সামাজিক দূরত্বের নিয়ম ভাঙল । মানুষের উচ্ছ্বাস, ভালোবাসাকে তো উপেক্ষা করার উপায় নেই । গাড়িতে আমি অন্তত 1000 মাস্ক নিয়ে ঘুরছি । যেখানে যাব, মানুষকে দিতে হবে ।"

বাবুল এলেন, উচ্ছ্বাসে ভাঙল সামাজিক দূরত্ব

তিনি আরও বলেন, "আমি নিজেও কোরোনা টেস্ট করাব । মহিশিলায় আমার নিজের ফ্ল্যাটেই আমাকে আসতে মানা করা হয়েছে । আমি হোটেলে থাকব । আমার মনে হয় এসময় জনপ্রতিনিধিদের মানুষের মাঝখানে গিয়ে কাজ করতে হবে তার কোনও মানে নেই । এই 6-8 মাসে আমরা শিক্ষা পেয়েছি পর্দার আড়ালে থেকেও অনেক কিছু করা যায় ।"

ABOUT THE AUTHOR

...view details