পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

রাম-রহমানকে মিলিয়ে সংসদে ধর্মনিরপেক্ষতার বার্তা অধীরের - Monsoon Session

সংসদের বাদল অধিবেশনের তৃতীয় দিনে ভাষণ দেন অধীর চৌধুরি । সেখানে তিনি ধর্মনিরপেক্ষতার বার্তা দেন ।

অধীর চৌধুরি

By

Published : Jun 19, 2019, 3:38 PM IST

Updated : Jun 19, 2019, 3:46 PM IST

দিল্লি, 19 জুন : পাঁচবারের সাংসদ । দুর্দশার দিনে কংগ্রেস দলনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন । গুরুদায়িত্ব পাওয়ার পর প্রথমদিনই দাপটে শুরু করলেন অধীর চৌধুরি । ধর্মনিরপেক্ষতার বার্তা দিয়ে তিনি বলেন, "যখন মুসলমানরা মসজিদে রাম দেখতে পাবেন, যখন পূজারিরা মন্দিরে রহমান দেখতে পাবেন, আর যখন মানুষের মধ্যে মানুষকে দেখতে পাবেন তখন পৃথিবীর মুখ বদলে যাবে ।''

বাদল অধিবেশনের তৃতীয় দিনে আজ স্পিকার নির্বাচন করা হয় । প্রথমে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এরপর ভাষণ দেওযার সুযোগ পান অধীর চৌধুরি । বক্তব্যের প্রথম থেকেই ধর্মনিরপেক্ষতা, সংহতি ও ঐক্যের উপর জোর দেন তিনি । সাংসদদের শপথগ্রহণের সময় স্লোগান উঠেছিল । এনিয়ে অধীর বলেন, "বিভিন্ন ধর্মীয় স্লোগান উঠেছিল । আমার মনে হয় এটা ঠিক নয় । এটা আমাদের ব্যক্তিগত মত । এটা সংসদের মর্যাদার বিষয় ।"

পরে প্রধানমন্ত্রীকে দলের উর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে কাজ করার পরামর্শ দেন । প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অধীর বলেন, "প্রধানমন্ত্রী বাইরে বলেন, এখন কোনও পক্ষ বা বিপক্ষ হবে না । শুধু নিরপেক্ষ হবে । খুব ভালো ধারণা । ভারতের সংসদীয় ব্যবস্থা গণতান্ত্রিক । ভারতের সংসদে বহু দলের মর্যাদা রয়েছে । তাই পক্ষ, বিপক্ষ থাকবে, শুধু আপনাকে নিরপেক্ষ থাকতে হবে । কারণ এই চেয়ারটা নিরপেক্ষ । "

Last Updated : Jun 19, 2019, 3:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details