পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

RSS আর CPI(M)-র মধ্যে কোনও পার্থক্য নেই : অভিষেক

পশ্চিম মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মানস ভুঁইঞার সমর্থনে নির্বাচনী সভায় যোগ দেন অভিষেক ব্যানার্জি । সেখানে একযোগে BJP ও CPI(M)-কে আক্রমণ করেন তিনি।

By

Published : May 1, 2019, 6:16 AM IST

Updated : May 1, 2019, 10:49 PM IST

মেদিনীপুর, 1 মে : "CPI(M) ও BJP কাউকেই ভোট দেবেন না । RSS আর CPIM-এর মধ্যে কোনও পার্থক্য নেই ।" গতকাল চুয়াডাঙা মাঠে আয়োজিত সভা থেকে একথা বলেন অভিষেক ব্যানার্জি ।

গতকাল পশ্চিম মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মানস ভুঁইঞার সমর্থনে নির্বীচনী সভায় বক্তব্য রাখেন অভিষেক ব্যানার্জি। নরেন্দ্র মোদিকে আক্রমণ করে তিনি বলেন, "প্রধানমন্ত্রী আজকে সেনাদের নামে ভোট চাইছে । কী নির্লজ্জ এই আবেদন । স্বাধীনতার পর ভারতবর্ষের মাটিতে কোনও প্রধানমন্ত্রী একরম আবেদন করেছেন বলে আমি অন্তত মনে করতে পারছি না । কার বাড়ির ফ্রিজে পাঠার মাংস আর মুরগির মাংস আছে সেই খবর BJP-র কাছে আছে । কাশ্মীরের সীমান্তবর্তী এলাকা দিয়ে 300 পেটি RDX বোঝাই গাড়ি 42 জন সেনাকে উড়িয়ে দিল এই খবর নরেন্দ্র মোদির কাছে নেই । এই দু'নম্বরি দলকে একদম ভোট দেবেন না ।"

শুনুন বক্তব্য

তিনি আরও বলেন, "আমরা চায়ের সঙ্গে বিস্কুট খাই । তাতে নরেন্দ্র মোদি GST বসিয়েছে 18 % । আর ধনীদের বাড়িতে যে সোনার বিস্কুট থাকে তাতে GST 3 % । এই হচ্ছে নরেন্দ্র মোদির গরিব দরদী সরকারের উদাহরণ । আপনার, আমার টাকা লুট করে নরেন্দ্র মোদি ও অমিত শাহের দল দিল্লির বুকে ভারতীয় জনতা পার্টির অফিস বানিয়েছে 1200 কোটি টাকা খরচ করে। BJP কী বলছে ? জয় শ্রীরাম, দাঙ্গা করাই আমার একমাত্র কাম । জয় শ্রীরাম, রান্নার গ্যাসের 800 টাকা দাম । জয় শ্রীরাম, কেরোসিন তেলের তিনগুণ দাম । এদের জিজ্ঞাসা করুন, কী ভাই জয় শ্রীরাম, কোথায় গেল আমার 15 লাখ টাকার খাম ।"

CPI(M) কে আক্রমণ করে তিনি বলেন, "RSS আর CPI(M)-এর মধ্যে কোনও পার্থক্য নেই । ত্রিপুরায় ক্ষমতায় ছিল CPI(M) । আজকে দলটাকে অর্থের বিনিময়ে মানিক সরকাররা অমিত শাহর কাছে বিক্রি করে দিয়েছে ।"

Last Updated : May 1, 2019, 10:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details