পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

তৃণমূল সরকারের শেষের সেদিন শুরু হয়ে গেছে, বলছেন মান্নান

আবদুল মান্নান বলেন, এখন নির্বাচন হলে জনাদেশ যাবে শাসকদলের বিরুদ্ধে । এছাড়াও তাঁর অভিযোগ, আমফানের ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিয়েও যে দুর্নীতি হয়েছে তা ধামাচাপা দিতে চাইছে রাজ্যের শাসকদল ।

Abdul mannan
Abdul mannan

By

Published : Jul 6, 2020, 6:22 PM IST

কলকাতা, 6 জুলাই : কাটমানি এবং আমফানের ক্ষতিপূরণে দুর্নীতিই তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করবে । বললেন আবদুল মান্নান। বলেন, "শেষের সেদিন শুরু হয়ে গেছে । এখন শুধু সময়ের অপেক্ষা।" এছাড়াও তিনি বলেন, এই মুহূর্তে নির্বাচন হলে জনাদেশ যাবে শাসকদলের বিরুদ্ধে ।

আবদুল মান্নানের অভিযোগ, আমফানের ক্ষতিগ্রস্তদের ত্রাণ বণ্টন নিয়েও যে দুর্নীতি হয়েছে তা ধামাচাপা দিতে চাইছে রাজ্যের শাসকদল । একসময় কাটমানি ফেরত দেওয়া নিয়েও শাসকদল প্রথমে অনেক টালবাহানা করলেও পরে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে দলীয় মন্ত্রী থেকে নেতাদের নির্দেশ দেন তা ফেরত দেওয়ার । মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী ধামাচাপা দেওয়ার জন্য নাটক করছেন । ”


তিনি আরও বলেন, “মানুষের জনরোষ তীব্র পর্যায়ে পৌঁছেছে । ক্ষুব্ধ রাজ্যের মানুষ । নেতাদের কান ধরে ওঠবোস করতে হচ্ছে । শাসক দলের নেতাদের বাড়ি আক্রান্ত হচ্ছে। ” কাটমনি ফেরত দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশ প্রসঙ্গে তাঁর প্রশ্ন, ক'জন কাটমানি ফেরত দিয়েছে ? আর ক'জনের বিরুদ্ধে FIR করা হয়েছে ? আদৌ কি কেউ কাটমানি ফেরত দিয়েছে ? সাময়িক ধামাচাপা দেওয়ার জন্য কি মুখ্যমন্ত্রী ওই নির্দেশ দিয়েছিলেন । এবার আমফানের দুর্নীতিও কি এইভাবে ধামাচাপা দেওয়া হবে ?

ত্রাণ বণ্টন নিয়ে অসত্য তালিকা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন আবদুল মান্নান । তিনি বলেন, ”পুলিশ প্রশাসনও একইভাবে ফেক লিস্ট তৈরি করছে । মাঝখান থেকে বিভ্রান্ত হচ্ছে রাজ্যের মানুষ। দুর্নীতি ধামাচাপা দিতে মরিয়া রাজ্য সরকার । এর প্রতিদান মানুষ ফিরিয়ে দেবে।"

ABOUT THE AUTHOR

...view details